Advertisement
E-Paper

সেরা সাজ ২০২৫: বিয়ের দুধে আলতা বেনারসির সঙ্গে পাল্লা দিয়ে জায়গা করে নিল উজ্জ্বল রঙা বিকিনি

সাজ, তার পরিকল্পনা ও পরিবেশনায় নানা ভাবে জুড়ে থাকে বাঙালিদের শিল্পভাবনা। ২০২৫ ব্যতিক্রম নয়। তবে এ বছরের ব্যতিক্রমী ৫ সাজ, যার সঙ্গে যোগ রয়েছে বাঙালিদের, বেছে নিল আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৭
কারা মাত দিলেন এবং মাতিয়ে দিলেন সাজে?

কারা মাত দিলেন এবং মাতিয়ে দিলেন সাজে? গ্রাফিক— আনন্দবাজার ডট কম।

সময়ের সঙ্গে সাজ বজলায়। কিছু কিছু সাজ বছরভর মনে থেকে যায়। এ বছরের তেমনই কিছু সাজ আলাদা করে মনে থেকে গিয়েছে অনেকের। আর দেশ-বিদেশে নজরকাড়া তেমন সব সজ্জার সঙ্গে নানা ভাবে জড়িয়ে থেকেছে কোনও কোনও বাঙালি নাম। আনন্দবাজার ডট কম ২০২৫ সালের তেমনই ৫টি সাজ বেছে নিল যা শুধু সর্বাধিক আলোচিত হয়েছে, এমন নয়, যার সঙ্গে জড়িয়ে আছে কোনও না কোনও বাঙালির শিল্পচেতনা।

শাহরুখ খান

তিনি বাঙালি নন। তবে পশ্চিমবঙ্গের দূত। আর তাঁর যে সাজ নিয়ে আলোচনা, তা-ও এক বাঙালিরই মস্তিষ্কপ্রসূত। এ বছর পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের পরিকল্পিত সাজে আমেরিকার ‘মেটগালা’য় জীবনে প্রথম বার হাজির হয়েছিলেন শাহরুখ। ম্যানহাটনের ‘মেট্রোপলিটান মিউজ়িয়াম অফ আর্ট’-এর চাঁদা তোলার বার্ষিক অনুষ্ঠান ‘মেটগালা’। তা নিয়ে অনেক ভারতীয়েরই তেমন মাথাব্যথা ছিল না। কিন্তু শাহরুখের উপস্থিতি ভারতীয় ও ভিন্‌দেশিদের চোখ ধাঁধাল। বলিউডে ‘কিং খান’ সেখানে দেখা দেন তাঁর চিরচেনা কালো পোশাকে। তবে খানিক ভিন্ন আদলে। উড়তে থাকা কালো ওভারকোট। বুক খোলা শার্ট-ফিটেড প্যান্ট চোখে কালো সানগ্লাস আর গা ভর্তি গয়না পরিয়ে তাঁকে হাঁটালেন সব্যসাচী। হাতে রইল বাঘের মুণ্ড দেওয়া ছড়ি। শাহরুখকে তিনি সাজিয়েছিলেন জাদুকর ম্যানড্রেকের মতো করে।

মহুয়া মৈত্র

গ্রীষ্মের ইউরোপের নীল আকাশ। আর তার মাঝে দুধে-আলতা বেনারসি শাড়ি। সবটা মিলিয়েই সাজ। ২০২৫ সালের জুন মাসে বিয়ে করেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। ইউরোপে হওয়া সেই বিয়ের সাজের ছবি ছড়িয়ে পড়ে দিকে দিকে। আড়ম্বরহীন। হাতে গয়না নেই। গলায়-কানে-কপালে বাহুল্যহীন সাবেক নকশার জরোয়া কাজের হার-দুল-টিকলি। মেকআপ নেই বললেই চলে। খোলা চুলের দু’পাশে ক্লিপ করে জুঁইয়ের মালা ঝোলানো। বাহুল্যবর্জিত সহজ লাবণ্য ধরা তাতেই।

সমান্থা রুথ প্রভু

বছর শেষের মুখে বিয়ে করেন দক্ষিণের অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। কনের জারদৌসি কাজের লাল বেনারসিকে ছাপিয়ে গেল টুকটুকে লাল ব্লাউজ়টি। সেটিই থাকল হালকা গয়না, অল্প ফুলের ব্যবহারে বিয়ের সাজের প্রধান আকর্ষণ হয়ে। আপাতদৃষ্টিতে পরিচ্ছন্ন কাটের কনুই পর্যন্ত ঢাকা গলাবন্ধ ব্লাউজ়টি দেখলে একটু বেশি রক্ষণশীল মনে হতে পারে। কিন্তু তার বাইরে ওই ব্লাউজ় বহন করছিল বিয়ে, সম্পর্ক এবং জীবন সংক্রান্ত বিশেষ বার্তা। সমান্থার ব্লাউজ়ের পিঠে একটি নকশা এঁকে দিয়েছিলেন বাঙালি শিল্পী তথা পোশাক পরিকল্পক জয়তী বসু। নকশাটি একটি গাছের। যার শিকড় নেমেছে সমুদ্রের জলের নীচে। আর শিখর ছুঁয়ে আছে দেবীর তৃতীয় নেত্র। মাঝে সজীব পাতা ছড়িয়ে আছে গাছের শাখা প্রশাখায়। বাংলার জামদানি নকশার অনুপ্রেরণায় সুতোর ফোঁড়ে আঁকা ওই গাছ আসলে জীবনবৃক্ষ। এ বৃক্ষের শিকর ছুঁয়ে থাকে পাতাল আর শিখর ছোঁয় স্বর্গ। যা দু’ধরনের দুনিয়া জুড়ে যাওয়ার কথা বলে। আর তাঁর জারদৌসি শাড়ির সঙ্গে বাংলার জামদানি কাজের ব্লাউজই করে তুলেছে বিয়ের কনেকে সকলের থেকে আলাদা।

সুস্মিতা সেন

একই সাজে লাবণ্য ফুটে বেরোবে আবার নারীর কঠিন রূপ, দৃঢ় মনোভাবও প্রকাশ পাবে। মহিলাদের পোশাকে এই দুইয়ের সঠিক ভারসাম্য বজায় রাখতে পারা খানিক কঠিন কাজ। সূক্ষ্ম সুতোর হেরফেরে কোনও একটি অন্যটির থেকে আলো কেড়ে নিতে পারে। ২০২৫ সালের অক্টোবর মাসে সুস্মিতা সেনের সাজে ওই দুইয়ের নিখুঁত মাপ পাশাপাশি সমান ভাবে ধরা দিয়েছিল। শিল্পী সোনাল জৈনের তৈরি পোশাকে মার্জার সরণিতে হাঁটেন সুস্মিতা। আর তাঁর সেই সাজ ইতিহাস হয়ে রয়ে যায়।

মিমি চক্রবর্তী

বাংলা ছবি কি সাবালক হল? বলিউডে কিয়ারা আডবাণী নিখুঁত চেহারায় বিকিনি পরে গায়ে সানস্ক্রিন লাগালে সেই ছবি নিয়ে হইচই পড়ে যায় গোটা দেশে। কিন্তু বাংলা ছবিতে নায়ক-নায়িকার পোশাক নিয়ে তেমন হইচই বা আলোচনা হতে দেখা যায় না সচরাচর। এ বছরটা ব্যতিক্রম। এ বছর বাঙালি নায়িকার সাজ নিয়ে আলোচনা এবং হইচই দুই-ই হল। সেই সাজ এক অর্থে হয়ে উঠল ছবির প্রচারের কেন্দ্র। আর যাঁকে নিয়ে এত কিছু, তিনি ভিজে চুলে নীল বিকিনি পরে নীল জল থেকে প্রকাশমান মিমি চক্রবর্তী। কোনও বাঙালি অভিনেত্রী কি এই প্রথম বিকিনি পরলেন? তা নয়। সে বেড়া অনেক আগেই ভেঙেছে। শর্মিলা ঠাকুরের বিকিনি পরা সাহসী ফোটোশ্যুট একসময়ে হইচই ফেলেছিল গোটা দেশে। বিকিনিতে দেখা দিয়েছেন মুনমুন সেন, বিপাশা বসু, পাওলি দামের মতো বহু বাঙালি অভিনেত্রী। তবে সে সব সাজ সচরাচর ছবির মুখ হয়ে ওঠেনি। ‘রক্তবীজ ২’-এর গানের দৃশ্যে বিকিনি পরে পর্দায় এসে দাঁড়ালেন মিমি। আর ছবিটি হয়ে গেল সেই নীল বিকিনির।

2025 Best Look 2025 Fashion Moment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy