২০২২-এর বসন্ত উৎসব ঋষিরাজ সেনকে নতুন জীবন দিয়েছে। বহু যুগ পরে প্রতীক্ষা শেষ। পিহু হয়ে ফিরে এসেছে তার হারিয়ে যাওয়া প্রিয়া। টুবাইদার জীবনে প্রিয়দর্শিনী হাজির নতুন রূপে। সেই আনন্দেই লাল আবিরে প্রিয়ার সিঁথি রাঙিয়ে দিয়েছে ঋষি। ধারাবাহিক ‘মন ফাগুন’-এর এই প্রচার দৃশ্য গত কয়েক দিন ধরে ভাইরাল। সেই সঙ্গে সবার কৌতুহল, বাস্তবে দোল উৎসব কী ভাবে উদযাপন করছেন পর্দার ঋষিরাজ-প্রিয়দর্শিনী ওরফে শন বন্দ্যোপাধ্যায়-সৃজলা গুহ?
অনুরাগীদের প্রশ্ন আনন্দবাজার অনলাইন পৌঁছে দিয়েছে দুই অভিনেতার কাছে। কী বলছেন তাঁরা?
দোল উপলক্ষে শুক্র, শনিবার দু’দিন ছুটি। শন সপরিবারে পৌঁছে গিয়েছেন পণ্ডিচেরি। সেখানেই সবার সঙ্গে ছুটি কাটাবেন তিনি। অল্প আবিরও ছুঁইয়েছেন। অভিনেতার কথায়, ‘‘হুল্লোড় কোনও দিনই করতে পারি না। ছোটবেলায় বোর্ডিং স্কুলে থাকতাম। বরাবরই দূর থেকে সব কিছু দেখতে ভালবাসি। বড় হয়েও সেই অভ্যেস যায়নি। সবাই আনন্দে মাতেন। আমি দূর থেকে উপভোগ করি।’’ এ দিকে, পর্দায় তো দোল খেলেছেন ঋষিরাজ! নেটওয়ার্কের সমস্যা। তার মধ্যেই ফোনে হাসি ভেসে আসে। ‘ঋষিরাজ’-এর দাবি, সবটাই কিন্তু চিত্রনাট্যের খাতিরে।