কথা ছিল প্রথম ছবির শুটিং শেষ হলেই আশুতোষ গোয়ারিকরের ছবিতে হাত দেবেন সারা আলি খান।
কিন্তু মাঝপথে ক্যাচটি যেন টুক করে লুফে নিলেন হৃতিক রোশন। পরের ছবিতে সারা আলি খানের সঙ্গে কাজ করতে উদগ্রীব তিনি। ম্যাথমেটিশিয়ন আনন্দ কুমারকে নিয়ে তৈরি বায়োপিক ‘সুপার থার্টি’তে সারাকেই নায়িকা হিসেবে আপাতত দেখছেন হৃতিক। এমনকী সারা যে এই ছবিতে ‘হ্যাঁ’ অবধি করবেন, সে বিষয়েও যথেষ্ট আশাবাদী বলিউডের গ্রিক গড।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘সুপার থার্টি’ তে নায়িকার ভূমিকায় কাকে দেখছেন, তা বেশ কিছুদিন ধরেই ভাবাচ্ছিল হৃতিককে। অতঃপর মাথায় আসে সারা আলি খানের নাম। আর নাম মাথায় আসা মাত্রই হৃত্বিক ছোটেন পরিচালক বিকাশ বহেলের কাছে। যদিও হৃতিকের এমন পছন্দ নিয়ে মুখ বেঁকিয়েছেন ছবির পরিচালক থেকে প্রযোজক। তাঁদের দাবি, হৃতিক রোশন এবং সারা আলি খানের বয়সের বিস্তর ফারাক দর্শকের চোখে বেমানান ঠেকবে। এদিকে হৃতিকও নাছোরবান্দা। ‘সুপার থার্টি’ তে তাঁর বিপরীতে সারা আলি খান ছাড়া এই মুহূর্তে আর কারও নাম হৃতিকের মাথায় ঘোরাফেরা করছে না।