প্রত্যেক মানুষেরই হয়তো কিছু অদ্ভুত অভ্যেস থাকে। তারকারাও ব্যতিক্রম নন। সদ্য হৃতিক রোশনের এমনই এক অদ্ভুত অভ্যেসের কথা প্রকাশ্যে আনলেন তাঁর বোন সুনয়না রোশন।
রাখির পরে নিজের ব্লগে হৃতিককে নিয়ে বহু অজানা তথ্য শেয়ার করেছেন তিনি। তারকার সম্পর্কে গোপন তথ্য ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। সেখানেই সুননয়া জানিয়েছেন, খুব দামি একটি জিনিস নাকি মাত্র একবার ব্যবহার করেই ফেলে দেন হৃতিক! কী সেই জিনিস জানেন?
সুনয়না শেয়ার করেছেন, প্রতি ছবির জন্য আলাদা আলাদা পারফিউম ব্যবহার করেন নায়ক। ছবির শুটিং শেষ হয়ে গেলে সেই পারফিউম আর কখনও ছুঁয়েও দেখেন না। এমনকি ‘কৃশ’ ছবিতে দ্বৈত চরিত্র ‘রোহিত’ এবং ‘কৃষ্ণ’র জন্য নাকি দুটি ভিন্ন পারফিউম ব্যবহার করেছিলেন হৃতিক।
সুনয়না আরও জানিয়েছেন, হৃতিক নাকি বরাবরই খুব লাজুক প্রকৃতির। এমনকি বান্ধবীদের সঙ্গেও বেশি কথা বলতে পারতেন না। বরং বই পড়াটা তাঁর নেশা। যে কোনও সময় বই পড়তে পছন্দ করেন তিনি।
আরও পড়ুন, রূপকথা-রণর বিয়ে কি হবে? শেষের পথে ‘কুসুম দোলা’
অভিনেতা হওয়ার পথেও নাকি বহু বাধা পেরিয়েছেন হৃতিক। সুনয়না লিখেছেন, ‘তখন ওর ২১ বছর বয়স। চিকিত্সক জানিয়েছিল, ওর জেনেটিক ডিজঅর্ডার রয়েছে। নাচ বা কোনও অ্যাকশন করতে পারবে না। আর সেই ঝুঁকি নিলে বছর পাঁচেক হুইলচেয়ারে কাটাতে হবে। ফলে অভিনেতা হওয়ার স্বপ্ন না দেখাই ভাল। তা শুনে একেবারে ভেঙে পরেছিল ডুগ্গু।’
আরও পড়ুন, ‘সরাসরি মারো ঝাড়ি’... কাকে এ কথা বলছেন দেব?
এর পর নাকি আলাদা ভাবে তিন জন চিকিত্সকের পরামর্শ নেওয়া হয়। তার পর অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন হৃতিক। সুনয়নার কথায়, ‘ডুগ্গু আমার জীবনে সেরা গিফট। ওকে আগেও ভালবাসতাম। সারা জীবন ভালবাসব…।’
My sweet sister takes me down memory lane. Love you too didi @sunainaRoshan22 https://t.co/oPzuRHt9vM
— Hrithik Roshan (@iHrithik) August 31, 2018
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)