Advertisement
০৫ ডিসেম্বর ২০২৩

‘হম আপকে হ্যায় কৌন’-এর একুশে পা

দুই দশকে পৃথিবী কতটা বদলায়? ‘কুড়ি কুড়ি বছরের পার’এর অনেক স্মৃতিই তো ঝাপসা হয়ে আসে। তবু থেকে যায়, কিছু ‘পিছুটান’। ‘হম আপকে হ্যায় কৌন’ নামের বলিউডি-স্বপ্ন যেন সে রকমই। সম্প্রতি যার ২১ বছর পূর্ণ হল। গত দু’দশকে অনেক কিছু বদলেছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৫ ০০:০০
Share: Save:

দুই দশকে পৃথিবী কতটা বদলায়? ‘কুড়ি কুড়ি বছরের পার’এর অনেক স্মৃতিই তো ঝাপসা হয়ে আসে। তবু থেকে যায়, কিছু ‘পিছুটান’। ‘হম আপকে হ্যায় কৌন’ নামের বলিউডি-স্বপ্ন যেন সে রকমই। সম্প্রতি যার ২১ বছর পূর্ণ হল। গত দু’দশকে অনেক কিছু বদলেছে। বলিউডও তার পুরনো ‘ফরম্যাট’কে আঁকড়ে থাকেনি। তবু এই বিশেষ ছবিটি আজও দর্শকের বিশেষ প্রিয়। কিন্তু এত বছর ধরে এই বিপুল জনপ্রিয়তায় একটুও বিস্মিত নন এই ছবির নায়িকা মাধুরী দীক্ষিত। তাঁর মতে, প্রেম আর আত্মত্যাগের ছবি ‘হম আপকে হ্যায় কৌন’ আসলে ভারতীয় পারিবারিক ঐতিহ্যের সঙ্গে মিলে যায় বলেই এর এই অন্তহীন জনপ্রিয়তা। সূরজ বরজাতিয়ার পরিচালনায় ১৯৯৪-এর এই ছবি আজ ইতিহাস তৈরি করেছে। মাধুরী আরও জানান, সে সময় নায়িকারা কেবল বাণিজ্যিক ছবিতে নিজেদের আটকে না রেখে ‘প্রহার’, ‘মৃত্যুদণ্ড’-এর মতো ছবিও করেছেন। সেটা দর্শকদের মনে রাখতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE