দেখতে দেখতে ১০০ পর্ব পার করল ধারাবাহিক ‘গোধূলি আলাপ’। কেক কেটে জমিয়ে হল উদ্যাপন। পরিস্থিতির চাপে পড়ে গ্রামের বহুরূপী নোলকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শহরের নামজাদা উকিল ‘অরিন্দম রায়’।
অসম বয়সি সম্পর্ক, প্রেম, বিয়ের গল্প বরাবরই দর্শককে টানে। তবে এই ধারাবাহিকের ক্ষেত্রে আরও বড় আকর্ষণ ছিল বহু দিন পর আবারও কৌশিক সেনের ছোট পর্দায় প্রত্যাবর্তন।
‘অরিন্দম’ ওরফে কৌশিক এবং ‘নোলক’ ওরফে সোমুর রসায়ন নজর কাড়লেও টিআরপি রেটিংয়ে তার কোনও প্রভাব এখনও দেখা যাচ্ছে না।