Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৯ ডিসেম্বর ২০২১ ই-পেপার

‘কেমোথেরাপির পর নিজেকে এলিয়েনের মতো লাগত’

সংবাদ সংস্থা
২১ এপ্রিল ২০১৭ ১৫:৪০
কেমোথোরাপির পর কিছুটা সুস্থ হয়ে নায়িকা। —ফাইল চিত্র।

কেমোথোরাপির পর কিছুটা সুস্থ হয়ে নায়িকা। —ফাইল চিত্র।

দীর্ঘ দিন ক্যানসারে অসুস্থ থাকার পর এখন তিনি অনেকটাই ভাল আছেন। ফিরেছেন চেনা রুটিনে। কিন্তু সেই অসুস্থতার দিনের স্মৃতি তাঁকে যেন আজও তাড়া করে বেড়ায়। তিনি মনীষা কৈরালা। সঞ্জয় দত্তর বায়োপিকে ‘নার্গিস’-এর চরিত্রে অভিনয় করে বড়পর্দায় কামব্যাক করছেন।

আরও পড়ুন, ফ্যামিলি প্ল্যানিং করছেন? উত্তর দিলেন যুবরাজের স্ত্রী হেজেল

ক্যানসারের চিকিত্সায় কেমোথেরাপি নেওয়ার সময় মাথার সব চুল পড়ে যায় মনীষার। তাঁর কথায়, ‘‘নিজেকে তখন এলিয়েনের মতো লাগত। চুল পড়ে যাবে জানতাম। কিন্তু কেমন দেখতে লাগবে তা জানা ছিল না। ক্যানসার হলে মানুষ অন্যরকম দেখতে হয়ে যায়। আমি তখন মানসিক ভাবে এই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। আমার পরিবারের বিরাট সমর্থন ছিল। কিন্তু কেমোথেরাপিতে মাথার চুল, ভুরু, চোখের পাতা সব পড়ে যাওয়ার পর যখন নিজেকে আয়নায় দেখি তখন পুরো ভিনগ্রহী মনে হয়েছিল।’’

Advertisement

মনীষার অসুস্থতার সময় সলমন খান, গুলশন গ্রোভারের মতো বলিউড তারকারা তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। অসুখ সেরে ওঠার পর পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিই তাঁকে স্বাগত জানিয়েছে। ২০১২-তে ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হন তিনি।

আরও পড়ুন

Advertisement