কথায় বলে, দুই অভিভাবক এক হলে তবে সুন্দর ভাবে বড় হয় সন্তান। কিন্তু কিছু ক্ষেত্রে সব সন্তান দু’জনকে পায় না। এমন অনেক বাবা আছেন, যাঁরা একা হাতেই বড় করছেন সন্তানদের। ঠিক যেমনটা করছেন পরিচালক-প্রযোজক কর্ণ জোহর। যমজ সন্তান যশ ও রুহিকে একা হাতেই মানুষ করছেন তিনি। কিন্তু, ছেলেমেয়ের ওজন নিয়ে চিন্তায় থাকেন কর্ণ।
আরও পড়ুন:
কর্ণ জানান, ছোটবেলায় স্থূলকায় থাকার জন্য চরম হেনস্থার মুখে পড়তে হয়েছে তাঁকে। কেউ চিমটি কেটে মেদ দেখত, কেউ আবার ফুটবল দল থেকে বার করে দিত। তিনি যে মোটা, সেটা কটাক্ষের সুরে বলা হত তাঁকে। কর্ণের কথায়, ‘‘আমার ছেলেমেয়েরা যখন বাস্কেটবল ও ফুটবল খেলতে যায়, খুব রাগ করি। আমি চাই না, আমি যা দেখেছি তেমন কিছু অভিজ্ঞতা ওদেরও হোক।’’
পরিচালকের মতে, বর্তমান সমাজমাধ্যমের যুগে কে কতটা সুন্দর, কার কত অনুসরণকারী, সেটা দেখেই মানুষের বিচার করা হয়। তাতেই আরও ভয়ে থাকেন কর্ণ। পরিচালক বলেন, ‘‘আমার ভয় হয়, সমাজমাধ্যমে এমন কোনও ভিডিয়ো যাতে ওরা দেখে না ফেলে, যা ওদের পরে বিব্রত করতে পারে।’’
২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি ‘সারোগেসি’র মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছিলেন কর্ণ। জন্মের পর প্রায় ছয় মাস লোকচক্ষুর আড়ালেই রাখেন দুই সন্তানকে। তবে ধীরে ধীরে সমাজমাধ্যমের পাতায় জনপ্রিয় হয়ে ওঠে যশ-রুহি জুটি। কথায় কথায় তারা কখনও বাবাকে শাসন করে, কখনও আবার খুনসুটিতে মেতে ওঠে। একা পুরুষ হয়ে ‘সারোগেসি’র মাধ্যমে কর্ণের সন্তান নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন পরিচালকের মা হিরু জোহর।