মৌনী রায়ের শরীরী হিল্লোলে ঘায়েল অনুরাগীরা। অভিনয়ক্ষমতা ও সৌন্দর্যের কারণে ছোটপর্দা থেকে বড়পর্দায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু অভিনয়জীবনের প্রাথমিক দিনগুলিতে তাঁকেও চেহারা নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে। মুম্বইয়ে পাড়ি দেওয়ার পরে দৈহিক গঠন নিয়ে সমালোচনা শুনতে হয়েছিল অভিনেত্রীকে। এমনকি অভিনেত্রী শিকার হয়েছেন ‘কাস্টিং কাউচ’-এরও।
তখন মৌনীর বয়স ২১ বছর। সদ্য মুম্বইয়ে এসেছেন। ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে দেখা করতে যান পরিচালকের সঙ্গে। একটি অফিসঘর। মৌনী সেখানে পৌঁছোতে দৃশ্যটা বোঝাতে শুরু করেন পরিচালক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘দৃশ্যটা এমন, যে নায়িকা জলে পড়ে যাবে, নায়ক মুখ চেপে শ্বাসবায়ু দেবে তাকে।’’ কিন্তু ওই পরিচালক আগে থেকে কিছু না বলেই মুখ চেপে শ্বাসবায়ু দিতে থাকেন মৌনীকে। অভিনেত্রীর কথায়, ‘‘গোটা ঘটনার আকস্মিকতায় আমি তখন থরথর করে কাঁপছি। এমন অভিজ্ঞতা হবে ভাবিনি আগে।’’ এই ঘটনার ভয়াবহতা বহু বছর বয়ে বেড়িয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন:
মৌনী জানান, অভিনয়জীবনের গোড়ার দিকের দু’-তিন বছর লড়াই করতে হয়েছিল তাঁকে। তিনি আরও বলেন, “কী ভাবে রূপটান ও কেশসজ্জা করতে হয় জানতাম না। অভিনেত্রী হিসাবে কী ভাবে নিজেকে উপস্থাপন করব, তা-ও বুঝতাম না। পরে ধীরে ধীরে সব শিখেছি।”