Advertisement
E-Paper

গোটা শরীর ‘প্লাস্টিকের তৈরি’! সমাজমাধ্যমে কটাক্ষের শিকার মৌনী, দিলেন কড়া জবাব

তাঁর শরীরের অধিকাংশই নাকি প্লাস্টিকের তৈরি বলে শুনতে হচ্ছে মৌনীকে। অতিরিক্ত অস্ত্রোপচার তাঁকে কুৎসিত করে তুলেছে বলেও কটাক্ষ করা হচ্ছে তাঁকে। এই প্রসঙ্গে অনুরাগীদের পাল্টা কী জবাব দিলেন মৌনী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৫:০৩
নিজেকে কতটা বদলেছেন মৌনী রায়?

নিজেকে কতটা বদলেছেন মৌনী রায়? ছবি: সংগৃহীত।

নিজের সৌন্দর্যে শান দিতে শরীরে ছুরি-কাঁচি চালিয়েছেন, এমন তারকার সংখ্যা কম নয়। বলিউডে কান পাতলে ভেসে আসে এমন অজস্র নাম। শ্রীদেবী থেকে প্রিয়ঙ্কা চোপড়া—দীর্ঘ এই তালিকা। সেই তালিকারই অন্যতম নাম মৌনী রায়। ‘হেয়ারলাইন কারেকশন’, ‘ব্রেস্ট ইমপ্ল্যান্ট’, ‘লিপ জব’— নিজেকে বাহ্যিক ভাবে আরও সুন্দর করে তুলতে চেষ্টার খামতি রাখেননি অভিনেত্রী। কিন্তু এখন মৌনীকে শুনতে হচ্ছে যে, তাঁর শরীরের অধিকাংশই নাকি প্লাস্টিকের তৈরি। অতিরিক্ত অস্ত্রোপচার তাঁকে নাকি ‘কুৎসিত’ করে তুলেছে, কটাক্ষ নেটাগরিকের। কেউ বলেছেন, “অন্তত কোনও ভাল চিকিৎসকের কাছে যেতে পারতেন।’’ একের পর এক কটাক্ষের পরে এ বার অনুরাগীদের পাল্টা জবাব দিলেন মৌনী।

মৌনীর ‘লিপ সার্জারি’ নিয়ে সবচেয়ে বেশি চর্চা। অস্ত্রোপচারের আগে মৌনীর ঠোঁটের গড়ন ছিল একেবারে পাতলা এবং সরু। কেরিয়ারের প্রথম দিকের কিছু ধারাবাহিকে অভিনয় করার সময় মৌনীর ঠোঁট আলাদা করে চোখে পড়ত না। তবে তার পরেই বদল আসে ঠোঁটে। মোটা এবং ফোলা ঠোঁটে মৌনীর সৌন্দর্য আর ধারালো হয়ে ওঠে।

মৌনী বিভিন্ন সময় জানিয়েছেন, ধনুকের মতো ভ্রু চাই তাঁর। শোনা যায়, অভিনেত্রী নাকি ‘ব্রাও লিফ্‌ট’ করান। এটা মূলত ভ্রু-র সৌন্দর্য বাড়ানোর অস্ত্রোপচার। বিদেশে গিয়ে নাকি স্তনযুগলের অস্ত্রোপচারও সেরেছেন। তার পর থেকে কেরিয়ারের শুরুর দিকের মৌনীর সঙ্গে এখনকার মৌনীর কোনও মিলই নেই। তবে এই প্রথম নয়, গত কয়েকবছর ধরে লাগাতার তাঁর অস্ত্রোপচার নিয়ে প্রশ্ন উঠছে। আগে অবশ্য অভিনেত্রী জানিয়েছিলেন যে, তিনি নেতিবাচক কথায় পাত্তা দেন না। তবে এ বার চুপ থাকলেন না আর। ট্রোলারদের কড়া জবাব দিয়ে মৌনী বলেন, ‘‘জীবনে আপনারা একটু সময়োপযোগী কাজ করুন। সমাজমাধ্যমে নিজেদের কাজের কথা বলুন, মানুষকে ভালবাসুন। তা না হলে জীবনটাই ব্যর্থ। আচ্ছা চললাম।’’

Mouni Roy Bollywood Actress lip job breast implants
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy