কৌশল পরিবারে খুশির হাওয়া। নাতির মুখ দেখেছেন শ্যাম কৌশল। ভিকির বাবা নাতি হওয়ার আনন্দে আত্মহারা। নাতিকে নিয়ে বাড়ি ফেরার আগে কী লিখলেন ক্যাটরিনা কইফের শ্বশুর?
আরও পড়ুন:
শুক্রবার সুখবর ভাগ করে নিয়ে ভিকি কৌশল সমাজমাধ্যমে লেখেন, ‘‘আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে।’’ জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি। হাসপাতাল সূত্রের খবর, ক্যাটরিনা ও তাঁর ছেলে দু’জনেই ভাল আছেন। তবে এখনই অভিনেত্রী বাড়ি যেতে পারবেন কি না সেই বিষয় নিশ্চিত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
৩ নভেম্বর ছিল ভিকির মা বীণা কৌশলের জন্মদিন। ওই একই মাসে নাতির জন্ম হতেই আহ্লাদে আটখানা দাদু। শ্যাম লেখেন, ‘‘ঈশ্বরকে ধন্যবাদ। ঈশ্বর আমার পরিবারের উপর এতটা কৃপা করেছেন। ওঁর ভালবাসায় আমি ভাষা খুঁজে পাচ্ছি। আমাদের পরিবারকে যে ভাবে ভালবেসেছেন, আমাদের জুনিয়র কৌশলের জন্য সে ভাবেই সকলে প্রার্থনা করবেন। আজ ভীষণ আনন্দিত, দাদু হয়ে গিয়েছি। ঈশ্বর আপনাদের সকলকে ভাল রাখুন।’’
ভিন্ন সংস্কৃতিতে বড় হলেও, ভিকির পরিবারের সঙ্গে মিশে গিয়েছেন ক্যাটরিনা। ভিকি বড় হয়েছেন মুম্বইয়ের এক মধ্যবিত্ত পরিবারে। তাঁর বাবা পেশায় লড়াইয়ের দৃশ্যের পরিচালক। মা গৃহবধূ। অন্য দিকে একাকী মায়ের কাছে বড় হয়েছেন ক্যাটরিনা। সাত বোনের মধ্যে তিনিই সবচেয়ে বড়। বাবার স্নেহ পাননি। তবে বিয়ের পর সেই অভাব পূরণ করেছেন শ্বশুর শ্যাম কৌশল।