গ্ল্যামারের মায়া কাটিয়ে তিনি নাকি আধ্যাত্মিক জগতে আশ্রয় নিয়েছেন। ‘বিগ বসে’র সংসারের শোরগোল ছাপিয়ে তাঁর জীবন নাকি এখন শান্ত, নিস্তরঙ্গ। সংসারের কোনও মোহই তাই সোফিয়াকে আর বিচলিত করে না। এমন সব চমক জাগানো ‘সংলাপ’ দিয়েই সন্ন্যাসিনী হওয়ার কথা মিডিয়ায় ঘোষণা করেছিলেন তিনি। জাগতিক সুখসাচ্ছন্দ্য ত্যাগ করেছেন বলে দাবিও করেছেন। এক্স-ফ্যাশন মডেলের নতুন পরিচয় হয়েছে গাইয়া মাদার সোফিয়া। অবিশ্বাসীরা তা নিয়ে বাঁকা হাসিও হেসেছেন। অনেকেই সন্দিহান ছিলেন, সত্যিই কি বিবাগী হলেন তিনি? নাকি ওটা আসলে পাবলিসিটি স্টান্ট! উত্তরটা না মিললেও নিজের ভক্তদের সঙ্গে অবশ্য নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন সোফিয়া। ইনস্টাগ্রাম আর ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় নিজের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি জানাতে ভুলছেন না তিনি। এই তো, কয়েক দিন আগেই আধ্যাত্মিক শান্তির খোঁজে তীর্থে বেরিয়ে মহারাষ্ট্রের অওরঙ্গাবাদে গিয়েছিলেন তিনি। সেখানে কৈলাস মন্দিরে শিবলিঙ্গের দর্শন করে এলেন। ইনস্টাগ্রামে তার তীর্থযাত্রার ভিডিও পোস্ট করেছেন তিনি। এ পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু, এক পা এগিয়ে গাইয়া মাদার সোফিয়া দাবি করেছেন, ‘শিবের জন্মদাত্রী’ তিনি। হ্যাঁ!
গাইয়া মাদার সোফিয়া বলেছেন, “আজ আমার মধ্যে তিনি (শিব) ফিরে এসেছেন। আমার ভিতরেই প্রবেশ করেছেন তিনি।”
আরও পড়ুন