সাহসটা বেশ কয়েক মাস আগে দেখিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলার সাহস। আর এ বার সেই একই ঝাঁঝ ধরা পড়ল পার্নো মিত্রেরও গলায়।
‘‘…হ্যাঁ। আমি একজন মহিলা। আমার ‘বুবস’, ‘অ্যাস’ রয়েছে। যদি তোমার কোনও অসুবিধে থাকে তাহলে আমার ছবি দেখো না। আমাকে আনফলো করার অপশনও তো রয়েছে। যৌনতা নিয়ে আমাদের সমাজ এখনও কতটা পিছিয়ে, এটা তারই প্রমাণ। এটা হয়তো শিক্ষার অজ্ঞতার ফল’’— সোশ্যাল ওয়ার্ল্ডে বিস্ফোরক এই মন্তব্য করেছেন পার্নো।
ঘটনাটি ঠিক কী?