Advertisement
১৫ সেপ্টেম্বর ২০২৪

গুরু দত্তর বায়োপিকে অভিনয়ে আগ্রহী শাহরুখ

একটা সময় বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন তিনি। ‘সাহেব বিবি গোলাম’, ‘পিয়াসা’, ‘কাগজ কা ফুল’,‘চৌধভি কা চাঁদ’— এই সমস্ত ফিল্ম হৃদয় ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। কিন্তু মাত্র ৩৯ বছর বয়সেই তিনি মারা যান। তিনি অভিনেতা, পরিচালক, প্রযোজক গুরু দত্ত। তাঁর মৃত্যুর পর পেরিয়ে গিয়েছে প্রায় ৫২ বছর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ১৫:২৩
Share: Save:

একটা সময় বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন তিনি। ‘সাহেব বিবি গোলাম’, ‘পিয়াসা’, ‘কাগজ কা ফুল’,‘চৌধভি কা চাঁদ’— এই সমস্ত ফিল্ম হৃদয় ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। কিন্তু মাত্র ৩৯ বছর বয়সেই তিনি মারা যান। তিনি অভিনেতা, পরিচালক, প্রযোজক গুরু দত্ত। তাঁর মৃত্যুর পর পেরিয়ে গিয়েছে প্রায় ৫২ বছর। কিন্তু এতগুলি বছর পেরিয়ে এসেও হিন্দি চলচ্চিত্র বিবর্তনের এই পথিকৃতকে আজও ভোলেনি বম্বে টকিজ থেকে বলিউড হয়ে ওঠা মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি। এ বার সেই প্রবাদপ্রতীম শিল্পীর বায়োপিকে অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন শাহরুখ খান।
টুইটারে এক সাংবাদিকের সঙ্গে একটি সাম্প্রতিক আলাপচারিতায় বলিউড বাদশা বলেন, “অবশ্যই, আমার এটা করা উচিত।” আপাতত শাহরুখ তাঁর পরবর্তী ছবি ‘রইস’-এর শেষ পর্যায়ের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। গুরু দত্তর ভূমিকায় অভিনয়ের শাহরুখ আগ্রহী এ খবর ছড়িয়ে পড়তেই নতুন করে উত্সাহ, উদ্দিপনায় মেতেছেন বাদশার অসংখ্য অনুরাগি। এখন সকলেই অপেক্ষা করছেন এই গোল্ডেন প্রজেক্ট শুরুর দিন ঘোষণার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SRK Guru Dutt biopic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE