২০২৫ যেন তমন্না ভাটিয়ার মনে রাখার মতো বছর। এক দিকে কর্মজীবনে একের পর এক সাফল্য। একই সঙ্গে ব্যক্তিগত জীবনে প্রেম ভাঙার যন্ত্রণা। বড়দিন থেকে নতুন বছর— সব শুভদিনেই সমাজমাধ্যমে নিজের একার ছবি দিয়েছেন তিনি। যদিও গোটা ২০২৫ সালটাই দর্শক বুঁদ ছিল তমন্নার ‘আজ কি রাত’ থেকে ‘কাভাল্লা’ থেকে ‘গুফর’-এর তালে। নতুন বছরেও তমন্নার ঝুলিতে রয়েছে একাধিক কাজ। তবে পঁচিশের শেষে আকাশছোঁয়া পারিশ্রমিক হল তাঁর। প্রতি মিনিটের জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন অভিনেত্রী?
সম্প্রতি বছরশেষে গোয়ার এক সমুদ্রসৈকতে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানে তমন্নার সঙ্গে ছিলেন সোনম বাজওয়া, ডিজে চেতস-সহ একাধিক শিল্পী। যদিও তমন্না মঞ্চে উঠতেই যেন বদলে যায় দর্শকদের উত্তেজনা। সকলেই চিৎকার করে ডাকতে থাকেন তমন্নার নাম ধরে। ওই অনুষ্ঠানের টিকিটের মূল্য নেহাত কম ছিল না। অভিনেত্রীর শরীরী বিভঙ্গ চাক্ষুষ করতে উদগ্রীব দর্শক মোটা টাকার মূল্য দিতে পিছপা হননি।
অভিনেত্রী বর্ষবরণের সেই রাতে ৬ মিনিটের একটি নৃত্য পরিবেশনা করতে নেন ৬ কোটি টাকা! এই মুহূর্তে তমন্না ছাড়া আর কোনও বলিউড অভিনেত্রী এত বিশাল অঙ্কের পারিশ্রমিক পান না।