আনন্দবাজার অনলাইনকে কিছু দিন আগেই জানিয়েছেন, ‘‘প্রতিদিন ইনস্টাগ্রামে মেসেজ আসে। ‘এই ঘটনা সত্যি?’ এই এক প্রশ্নে আমি জেরবার।’’ এ বার কি নেটাগরিকদের উদ্দেশে মুখ খুললেন অদ্রিজা রায়? তাঁর আর ক্রুশল আহুজার মধ্যে প্রেম আছে না নেই, সেই প্রশ্নের জবাব কি রিল ভিডিয়োয় দিলেন অভিনেত্রী?
বুধবার ভাগ করে নেওয়া এক ঝলকে অভিনেত্রী বেছে নিয়েছেন হালফিলের মিউজিক ভিডিয়ো ‘পানি পানি’। পঞ্জাবি র্যাপ গায়ক বাদশা এবং আস্থা গিলের গাওয়া ‘সঁইয়া নে দেখা অ্যায়সে’-র সঙ্গে অদ্রিজা শুধুই ছন্দে দুলেছেন। নেপথ্যে বেজে ওঠা গান যেন তাঁর হয়ে বলে দিয়েছে সব কথা। পিচ রঙের ঘাঘরা-চোলি পরা অভিনেত্রীও যেন তুলনায় অনেক শান্ত, স্থিতধী। ভিডিয়ো শুরু হয়েছে গানের তাৎপর্যপূর্ণ পঙক্তি দিয়ে, ‘উসনে মুঝে ছুঁয়া ভি নহি, অ্যায়সা ব্যায়সা কুছ হুয়া ভি নহি’। অর্থাৎ, ‘সে আমাকে ছুঁয়েও দেখেনি। তেমন কিছুই হয়নি আমাদের মধ্যে’। গান বলছে, যা হয়েছে পুরোটাই চোখে চোখে! চোখের এক ইশারাতেই কাবু তিনি।