Advertisement
E-Paper

ইন্দ্রর প্রথম প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন তাঁর প্রাক্তন স্ত্রী!

সোনাল জানিয়েছেন, ‌ইন্দ্রর সঙ্গে বিবাহিত জীবনে নাকি তিনি গার্হস্থ্য হিংসারও শিকার হয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ১৬:৪৬
ইন্দ্র কুমার। ছবি: ইন্দ্রর টুইটার পেজের সৌজন্যে।

ইন্দ্র কুমার। ছবি: ইন্দ্রর টুইটার পেজের সৌজন্যে।

গত ২৭ জুলাই গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলি অভিনেতা ইন্দ্র কুমারের। মাত্র ৪৩ বছর বয়সে ইন্দ্রের চলে যাওয়াটা এখনও বিশ্বাস করতে পারছেন না বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই। তবে প্রফেশনাল কেরিয়ারের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়েই বেশির ভাগ সময় শিরোনামে থাকতেন ইন্দ্র। সে সব নিয়েই স্পটবয় ডট কমের কাছে মুখ খুললেন ইন্দ্রের প্রাক্তন স্ত্রী সোনাল কারিয়া।

আরও পড়ুন, প্রয়াত বলিউড অভিনেতা ইন্দ্র কুমার

সোনাল জানিয়েছেন, ইন্দ্র নাকি অভিনেত্রী ইশা কোপিকরকে কখনও ভুলতে পারেননি। কারণ ইশা ছিলেন ইন্দ্রর জীবনে প্রথম ভালবাসা। সোনালের কথায়, ‘‘ইন্দ্র কখনওই ইশাকে মন থেকে ভুলতে পারেনি। আমি বিয়ের সময়েও জানতাম। কিন্তু পাত্তা দিইনি। পরে তো ওর নেশা করা বেড়ে গেল। আমাদেরও ডিভোর্স হয়ে গেল।’’

আরও পড়ুন, বহুদিন পর বাবাকে পেয়ে কী করল আব্রাম?

সোনাল আরও জানিয়েছেন, ‌ইন্দ্রের সঙ্গে বিবাহিত জীবনে নাকি তিনি গার্হস্থ্য হিংসারও শিকার হয়েছিলেন। পরে যখন সব কিছু সহ্য সীমার বাইরে বেরিয়ে যায় তখন বাধ্য হয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেন।

ইশা কোপিকর।— ফাইল চিত্র।

Inder Kumar Sonal Kariya Isha Koppikar Death Film Actor Film Actress Celebrity Affairs Bollywood Celebrities Celebrity Interview
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy