Advertisement
১২ নভেম্বর ২০২৪
Neha Kakkar Aditya Narayan

‘কিচ্ছু করার ছিল না’, বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন আদিত্য-নেহা

সংশ্লিষ্ট চ্যানেলকে আপনারা কিছু বলেননি? “আমায় যখন প্রথম প্রস্তাব দেওয়া হয় আমি ওদের বার-বার বলেছিলাম ব্যাপারটা যেন বেশিদূর না গড়ায়। কিন্তু তারপর যা হল...”

নেহা-আদিত্য

নেহা-আদিত্য

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩৬
Share: Save:

না, সাতপাকে বাঁধা পড়েননি নেহা কক্কর এবং আদিত্য নারায়ণ। পুরোটাই ছিল ‘গিমিক’। এত দিনে তা জেনে গিয়েছে সব্বাই। কিন্তু অন স্টেজ মালাবদল থেকে মন্ত্রপাঠ...শুধুমাত্র টিআরপি-র জন্য এতটা বাড়াবাড়ি?

মুখ খুললেন আদিত্য। “বড্ড বাড়াবাড়ি হয়ে গিয়েছে। স্বীকার করে নিয়েছেন তিনিও। আদিত্য বললেন, “আমার হাতে কিচ্ছু ছিল না। যখন বুঝলাম জল এতদূর গড়িয়েছে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নেহাকেও বারবার বিয়ে সম্পর্কে জিজ্ঞেস করা ওঁর পক্ষেও বেশ অস্বস্তিকর।”

সংশ্লিষ্ট চ্যানেলকে আপনারা কিছু বলেননি? “আমায় যখন প্রথম প্রস্তাব দেওয়া হয় আমি ওদের বার-বার বলেছিলাম ব্যাপারটা যেন বেশিদূর না গড়ায়। কিন্তু তারপর যা হল...”

আরও পড়ুন-মিথিলার প্রাক্তন স্বামীকে টেনে এনে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ সৃজিতকে

বিয়ে তো দূর অস্ত, নেহার সঙ্গে যে তিনি সম্পর্কেও নেই সেটাও জানিয়েছেন আদিত্য। বিয়ে করলে যে তিনি নিজের মুখেই সবার কাছে তা জানাবেন, সে কথাও জানান উদিত-পুত্র।

আর নেহা কী বললেন? নেহার কাছে এই প্রশ্ন ছুড়ে দিতেই হাসিতে ফেটে পড়লেন তিনি। বললেন না কিছুই। হাবেভাবেই বুঝিয়ে দিলেন ‘সবই টিআরপি’র খেল। তবে হতাশ ভক্তরা। সবটাই ‘ফেক’ শুনে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভও উগড়ে দিয়েছেন নেটাগরিকদের একাংশ।

আরও পড়ুন-টুইঙ্কলের ‘কুকীর্তি’ ফাঁস, রেগে গেলেন অক্ষয়

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE