মিস ইন্ডিয়া কুইন অব সাবস্ট্যান্স ২০১৮-এর মুকুট জেতার পর ইউনাইটেড নেশনস প্যাজেন্টের লড়াই শুরু করেছিলেন কলকাতার চুমকি। সদ্য শেষ হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানের শিরোপা জিতে দৌড় শেষ করলেন চুমকি। মিস ইউনাইটেড নেশনস গ্লোব ২০১৮-এ মুকুটও এ বার এল কলকাতায়।
এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীও ভারতীয়। তিনি হলেন মুম্বইয়ের সায়না সুনসারা। দ্বিতীয় চুমকি। অর্থাত্ প্রথম দু’টি স্থানই দখলে রাখল ভারত। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে সিঙ্গাপুর এবং আমেরিকার প্রতিযোগীরা।
গত ২১ জুলাই থেকে জামাইকাতে বসেছিল আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আসর। ফাইনাল রাউন্ড ছিল আজ। বিবাহিত, অবিবাহিত এবং সিঙ্গল মহিলাদের জন্য তিনটি আলাদা বিভাগ ছিল এই প্রতিযোগিতায়। দ্বিতীয় হওয়ার পর চুমকি বললেন, ‘‘অসাধারণ অনুভূতি। শুরু হয়েছিল ২১ তারিখ থেকে। এখন এখানে রাত আড়াইটে বাজে। এখনও আমরা সেলিব্রেশনের মুডে। খুব ভাল লাগছে।’’