রাতারাতি লক্ষ মানুষের নয়নের মণি অভিনেত্রী ইন্দ্রাণী পাল! দু’বছর তিনি অভিনয় থেকে দূরে! তার পরেও...।
টেলিপাড়ার কৌতূহল ছিল, অভিনয় কি ছেড়েই দিলেন তিনি? প্রথম ধারাবাহিক ‘বরণ’-এ নায়িকার ভূমিকায় তাঁর অভিনয় দর্শকের মন কেড়েছিল। দ্বিতীয় ধারাবাহিক ‘নবাব নন্দিনী’তেও প্রশংসিত। অনুরাগীরাও সমাজমাধ্যমে প্রায় নিয়মিত জানতে চাইতেন, কবে পর্দায় ফিরবেন তিনি?
মঙ্গলবার সকলের সব প্রশ্নের জবাব দিয়েছেন। ফিরছেন ‘বেদেনি’ হয়ে।
১৯৮৯ সালে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল ব্লকবাস্টার ছবি ‘বেদের মেয়ে জোস্না’। নায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী, বিপরীতে ও পার বাংলার নায়িকা অঞ্জু ঘোষ। সেই ছবির কাহিনি অবলম্বনেই এ বার জি বাংলা সোনারে আসছে নতুন ধারাবাহিক ‘বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম’। সেখানেই বাংলাদেশের খ্যাতনামী অভিনেত্রী অঞ্জুর জুতোয় পা গলাচ্ছেন ইন্দ্রাণী। এ দিন প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রচার-ঝলক। অভিনেতা ভরত কল জানিয়েছেন, রাতারাতি লক্ষ দর্শক দেখে ফেলেছেন সুরিন্দর ফিল্মসের নতুন ধারাবাহিকের ঝলক!
বড়পর্দা হোক বা ছোটপর্দা, সাপের অতিলৌকিক গল্প বরাবর হিট। এর আগে স্টার জলসার ‘পঞ্চমী’ও রেটিং চার্টে ভাল ফল করেছিল। সেই জায়গা থেকে আশার সুর ইন্দ্রাণীর কণ্ঠেও। আনন্দবাজার ডট কমকে বললেন, “এত বছর অপেক্ষা করেছি, এরকম একটি চরিত্রের জন্য। আমার অপেক্ষা সার্থক।” ধারাবাহিকের গল্প যখন শোনানো হয়, তিনি আনন্দে মেঘমুলুকে পৌঁছে গিয়েছেন। বলেন, “পর মুহূর্তেই হাত-পা ঠান্ডা! প্রচার ঝলকে বীণ বাজাতে হবে। আমি তো পারি না।”
আরও পড়ুন:
তড়িঘড়ি ছবিটি আবার দেখেন। অভিনেত্রী অঞ্জুর অভিনয় দেখে বীণ বাজানো অভ্যাস করেন। প্রচার-ঝলকের শুটিং হয়েছে নলবনে। অনেকটা পথ শুটিংয়ে দৌড়োতে হয়েছে। নায়িকা বলেন, “পথে কাঁকর ছড়ানো। তবু কষ্ট হয়নি। কত দিন পরে শুটিংয়ে ফিরলাম।” বলতে বলতে আবেগে গলা ধরে এসেছে ইন্দ্রাণীর।
তাঁর বিপরীতে নায়ক সিদ্ধার্থ সেন। এর আগে সান বাংলার ‘দেবীবরণ’ আর ‘ফাগুনের মোহনায়’ ধারাবাহিকে অভিনয় করেছেন সিদ্ধার্থ। শুটিং শুরু হবে ১১ অগস্ট থেকে। ছবির গল্প কি হুবহু ধারাবাহিকে দেখানো হবে? ইন্দ্রাণীর ধারণা, পরিচালক শুভেন্দু চক্রবর্তী ছবির গল্পকেই প্রাধান্য দেবেন।