Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

আটকে যাওয়া বাংলাদেশি ছবির ঝুলিতে প্রথম আন্তর্জাতিক পুরস্কার

বেশ কিছু দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মোস্তফা সরয়ার ফারুকি পরিচালিত ‘ডুব’। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ সরকার ছবিটি আটকে দেয়।

‘ডুব’ এর একটি দৃশ্যে ইরফান খান ও নুসরত ইমরোজ তিশা।

‘ডুব’ এর একটি দৃশ্যে ইরফান খান ও নুসরত ইমরোজ তিশা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ১৩:৩০
Share: Save:

‘ডুব’তেই চলেছিল ছবির ভবিষ্যৎ। কিন্তু ডুবে যাওয়ার ঠিক আগেই পুরস্কার হাতে উঠে এলেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকি। যেমন তেমন নয়, এক্কেবারে আন্তর্জাতিক পুরস্কার!

কথা হচ্ছে, ইরফান খান অভিনীত ও প্রযোজিত ছবি 'ডুব'-এর। ইরফান ছাড়া টালিগঞ্জের এস কে মুভিজ এই ছবির যৌথ প্রযোজক। কিছু দিন আগেই ‘সাংহাই চলচ্চিত্র উৎসব’-এ দেখানো হয় এই ছবি। তার পরেই ৩৯তম ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ কমারজ্যান্ট জুরি পুরস্কার জিতে নিয়েছে ফারুকি পরিচালিত 'ডুব: নো বেড অব রোজেস'। ইরফান খান ছাড়াও ছবিতে রয়েছেন নুসরত ইমরোজ তিশা , পার্ণো মিত্র এবং রোকেয়া প্রাচী।

আরও পড়ুন

পাপারাৎজিদের খপ্পরে অস্বস্তিতে শাহরুখ-কন্যা সুহানা, দেখুন ভিডিও

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকি এবং অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা।

বেশ কিছু দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মোস্তফা সরয়ার ফারুকি পরিচালিত ‘ডুব’। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ সরকার ছবিটি আটকে দেয়। কিন্তু কী কারণে ছবিটির প্রদর্শন বন্ধ করা হচ্ছে, তার কোনও ব্যাখ্যা বাংলাদেশ ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে দেওয়া হয়নি। ছবিটির বিষয় নিয়ে সর্বপ্রথম আলোকপাত করেন বাংলাদেশের অভিনেত্রী ও লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনি দাবি করেছিলেন যে, ছবিটি তাঁর স্বামী প্রয়াত হুমায়ুন আহমেদের ব্যক্তিগত জীবন নিয়ে। আর তার পরেই ছবিটিকে ঘিরে দানা বাঁধে হাজারও বিতর্ক।

রাশিয়ান ফিল্ম সমালোচক আন্দ্রেই প্লাকহভের হাত থেকে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকি। মোস্তফা বলছেন, ‘‘ছবিটি তৈরির সময় আমরা মোটেই গোলাপ বিছানো বিছানা পাইনি। যাত্রাটা বড়ই কঠিন ছিল। বেশ কিছু প্রতিবন্ধকতা পেরিয়ে ‘ডুব’ আজকে আন্তর্জাতিক দরবারে।’’ যদিও বাংলাদেশের মানুষ ছবিটি কবে দেখতে পাবেন তা নিয়ে পরিচালকের মনে প্রশ্ন রয়েছে। তাঁর কথায়, ‘‘আমাদের দেশের মানুষও খুব শীঘ্রই ছবিটি দেখতে পাবেন।’’

দেখুন ভিডিও

ছবি সৌজন্যে: ফেসবুক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE