Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৯ ডিসেম্বর ২০২১ ই-পেপার

শুটিংয়ে ফিরছেন ইরফান, তবে কি সুস্থ তিনি?

নিজস্ব প্রতিবেদন
২৪ অক্টোবর ২০১৮ ১৩:৩৪
ইরফান খান।

ইরফান খান।

কয়েক মাস আগে খবরটা এসেছিল আচমকাই। ক্যানসারে আক্রান্ত ইরফান খান। ভেঙে পড়েছিলেন অনুরাগীরা। তবে ভরসা দিয়েছিলেন অভিনেতা স্বয়ং। বিদেশে চিকিত্সা করাতে গিয়েছেন। কথা দিয়েছিলেন ফিরে আসবেন। এ বার বোধহয় সেই সময় হয়েছে।

না! ইরফান এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তবে বলিউড সূত্রে খবর, একটি ছবির শুটিংয়ে নাকি মুম্বই ফিরছেন তিনি।

শোনা যাচ্ছে, ‘হিন্দি মিডিয়াম’ ছবির সিক্যুয়েলের শুটিং করতে দিন কয়েকের জন্য লন্ডন থেকে মুম্বই ফিরছেন অভিনেতা। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে এই ছবির শুটিং।

Advertisement

আরও পড়ুন, রাহুল নয়, কার সঙ্গে বিজয়া কাটল প্রিয়ঙ্কার?

২০১৭-র ১৯ মে মুক্তি পেয়েছিল ‘হিন্দি মিডিয়াম’। সে ছবির সাফল্যের পর সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নেন নির্মাতারা। প্রথমটিতে অভিনয় করেছিলেন ইরফান এবং পাক অভিনেত্রী সাবা কামার। সিক্যুয়েলেও ইরফানকেই কাস্ট করার কথা ভাবা হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে প্রথমে ছবিটি ইরফান করবেন কিনা, তা ঠিক ছিল না। সূত্রের খবর, লন্ডনে গিয়ে নির্মাতারা ইরফানকে চিত্রনাট্য পড়ান। তার পর তিনি শুটিং করতে রাজি হন।

আরও পড়ুন, বিসর্জনে রাজ-শুভশ্রীর নাচ, দেখুন ভাইরাল ভিডিয়ো

ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ইরফান অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কারওয়া’। ফের তিনি শুটিং ফ্লোরে ফিরছেন। ফলে অপেক্ষার পারদ চড়ছে সিনে মহলে।Tags:
Irrfan Khan Bollywood Celebritiesইরফান খান

আরও পড়ুন

Advertisement