চলছে আইপিএল-এর নিলাম। সকলের চোখ এখন সে দিকেই। কিন্তু নিলামের আগেই একজন তৈরি আইপিএলের জন্য। সে আবার কলকাতা নাইট রাইডার্সের সদস্য। কে বলুন তো?
না! এই প্রশ্নের উত্তর দিতে পারলে কোনও প্রাইজ নেই। কারণ শুধু নির্দিষ্ট মরসুমে নয়। আইপিএলের এই সবচেয়ে খুদে সদস্য সারা বছরই কলকাতা নাইট রাইডার্সের জন্য তৈরি। সে হল শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান।
সম্প্রতি আব্রামের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গৌরী খান। সেখানে দেখা যাচ্ছে সমুদ্রের বিচে সাইকেল চালাচ্ছে খুদে খান। গৌরী সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মাই নাইট রাইডার…।’