রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’ অঞ্জনা বসু-ময়। ‘অপরাজিত’-য় সেই অভিনেত্রীই ছোট্ট চরিত্র ‘সর্বজয়া’য়। আদৌ দর্শকের চোখে পড়েছেন তো? নাকি একা জীতুই কামাল করলেন? জনপ্রিয়তা, প্রচার যে তাঁকে ঘিরেই! ছবি নিয়ে উচ্ছ্বাস, চর্চার মধ্যেই অভিনেত্রীর কাছে জানতে চেয়েছিল আনন্দবাজার অনলাইন। অঞ্জনার টানটান জবাব, ‘‘সেটাই তো হওয়ার ছিল! ছবিটা ‘পথের পাঁচালী’ নিয়ে নয়। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য কাহিনি নিয়ে। সেখানে সত্যজিৎ রায়, বিজয়া রায়, তাঁর পরিবারের লড়াই প্রাধান্য পাবে। বিশ্ববন্দিত ছবিটিরও কিছুটা অংশ থাকবে। কিন্তু সবটা নয়। ফলে, জীতু, সায়নীর অভিনয় নিয়েই চর্চা হচ্ছে বেশি।’’
এখানেই থামেননি পোড় খাওয়া রাজনীতিবিদ। দ্বিধাহীন ভাবে বলেছেন, ‘‘এই নিয়ে আমার কোনও আক্ষেপ নেই। অনীকদার এই ছবির অংশ হতে পারে বরং কৃতজ্ঞ। ছবির ভিতরে থাকা ছবিতে আমার অভিনয়। সেই অংশে আমার যতটুকু দেওয়ার ছিল, দিয়েছি। এক ইঞ্চি জমি ছাড়িনি। এই দায়িত্বই দেওয়া হয়েছিল। ঠিকমতো পালন করতে পেরেছি। সেটাই যথেষ্ট আমার কাছে।’’ অঞ্জনার আরও দাবি, ছবি দেখে তাঁকেও আলাদা করে প্রশংসা করেছেন সবাই। তিনি তৃপ্ত।