অনির্বাণ ভট্টাচার্যের বিয়েতে খুশি নন তাঁর ‘মেন্টর’,পরিচালক সৃজিত মুখোপাধ্যায়? সৃজিতের স্ত্রী মিথিলা নিজে সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছেন ঘরের ঘটনা!
এ কি শুধুই মজা! কী জানিয়েছেন মিথিলা? একটি টুইট পোস্ট করেছেন অভিনেতার বিয়ে উপলক্ষে। টুইটে তিন জন মহিলার ছবি। তাঁরা অঝোরে কাঁদছেন। সঙ্গে? চতুর্থ ছবিটি সৃজিত মুখোপাধ্যায়ের! তাঁরও মুখ ভার।
ছবির ক্যাপশনও ভীষণ মজার, ‘অনির্বাণদার বিয়ের খবর নিতে না পারার কয়েকজন।’ মজার এই পোস্টটি কয়েক দিন ধরেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ কমেন্ট সেকশনে মজা করে জুড়ে দিয়েছেন আর এক অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবিও। কারণ, অনির্বাণ আর পরমব্রতকে একসঙ্গে দেখা গিয়েছে সৃজিতের শেষ ছবি ‘দ্বিতীয় পুরুষ’-এ।