‘নাচ বলিয়ে’ নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ আর কমছেই না। সামনের মাসেই শুরু হতে চলেছে এই জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো। এখন থেকেই অংশগ্রহণকারী প্রতিযোগীদের নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। বলি-পাড়ায় জোর গুঞ্জন ‘নাচ বলিয়ে সিজন ৮’-এর মঞ্চ মাতাতে এ বার উপস্থিত থাকবেন নবদম্পতি যুবরাজ সিংহ ও হেজেল কিচও।
বি-টাউনের বেশ কিছু সূত্রের দাবি, সামনের দু’মাস আইপিএল নিয়ে খুবই ব্যস্ত থাকবেন যুবরাজ। কিন্তু তা সত্ত্বেও এই শোয়ের জন্য সময় বের করেছেন যুবি। তবে সময়ের অভাবের জন্য শোয়ের প্রযোজকরা চাইছেন ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এই প্রতিযোগিতায় অংশ নিতে আসবেন যুগলে।
আরও পড়ুন: ‘নাচ বলিয়ে’-তে সবচেয়ে বেশি টাকা নিচ্ছেন কোন কাপল, জানেন?