Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Entertainment News

টিআরপির সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয়তা কমলো কপিলের

টিআরপি-র হিসেব আগেই অশনি সংকেত দিয়েছিল। এ বার সোশ্যাল মিডিয়াও কার্যত মুখ ফিরিয়ে নিচ্ছে কপিল শর্মার থেকে। অন্তত ওয়েব দুনিয়ার হিসেব তেমনই ইঙ্গিত দিচ্ছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ১৮:৫৫
Share: Save:

টিআরপি-র হিসেব আগেই অশনি সংকেত দিয়েছিল। এ বার সোশ্যাল মিডিয়াও কার্যত মুখ ফিরিয়ে নিচ্ছে কপিল শর্মার থেকে। অন্তত ওয়েব দুনিয়ার হিসেব তেমনই ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন, ফের বিতর্কে কপিল শর্মা, এ বার জোক চুরির অভিযোগ!

সুনীল গ্রোভারের সঙ্গে কপিল শর্মার প্রকাশ্য সংঘাত এখনও দর্শকদের স্মৃতিতে টাটকা। সুনীল গ্রোভার ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। একই রকম ভাবে শো ছেড়েছেন আলি আসগর, চন্দন প্রভাকরের মতো কমেডিয়ানও। সেই ঝামেলার পর থেকেই দর্শকদের একটা বড় অংশ ব্যক্তি কপিলের আচরণের কারণে তাঁকে টিভির পর্দাতেও ব্রাত্য করেছেন বলেই টেলি রেটিং বিশেষজ্ঞদের অনুমান। গত কয়েক মাসের জনপ্রিয় এই টিভি শো টিআরপির মার্কশিটে প্রথম পাঁচের মধ্যেই ঘোরাফেরা করত। সুনীল শো থেকে বেরিয়ে যাওয়ার পরই টিআরপি রেটিংয়ে প্রথম ১০ টি হিন্দি শো-এর তালিকা বেরিয়ে গিয়েছিল এই শো। এপ্রিলের শেষ সপ্তাহে হিসেব অনুযায়ী, তালিকার ২০ নম্বরে ছিল এই শো। যেখানে প্রথমে উঠে আসে তুলনায় কম জনপ্রিয় ‘কুমকুম ভাগ্য’।

এ বার সোশ্যাল মিডিয়াতেও কমে গেল কপিলের জনপ্রিয়তা। সূত্রের খবর, ওই শো-য়ের ৯১তম এপিসোডে শেষবার টিভির পর্দায় দেখা গিয়েছে সুনীলকে। অনলাইন হিসেব অনুযায়ী, ইউটিউবে সেই এপিসোড প্রায় ২৩ হাজার লাইক পেয়েছিল। ডিজলাইকের সংখ্যা ছিল প্রায় ১৩ হাজার। কিন্তু ৯৫তম এপিসোড থেকে হিসেবটা বদলে যায়। পরপর বেশ কয়েকটি এপিসোডে পছন্দের তুলনায় অপছন্দের পরিমাণটা বেড়ে যায়।

এর আগেই ইন্ডাস্ট্রির কানাঘুষো ছিল কপিলের শো-এর জনপ্রিয়তা কমার কারণে নাকি তাঁকে নির্দিষ্ট টার্গেটও বেঁধে দিয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। যদিও এ নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি। তবে সুনীল-কপিলের গোলমালের প্রভাব যে ওই শো-এর ওপর পড়েছে তা নিয়ে একমত ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE