কিম কার্দাশিয়ান। ছবি: এএফপি।
কোনও না কোনও ভাবে হেডলাইন ম্যানেজ করে নেন হলিউড কাপল কিম কার্দাশিয়ান ও কেনি ওয়েস্ট। তাঁদের ব্যক্তিগত জীবন যেন খোলা খাতা। এমন সব কাণ্ড করেন তাঁরা যে মিডিয়ায় নজর পড়তে বাধ্য। এ বার কিম ও কেনি কেন শিরোনামে জানেন?
আসলে এই দম্পতির দুই সন্তান রয়েছে। নর্থ ও সেন্ট ওয়েস্ট। শোনা যাচ্ছে, তৃতীয় সন্তানের কথা ভাবছেন তাঁরা। ইন্ডাস্ট্রির জল্পনা, সরোগেসির মাধ্যমে তৃতীয় সন্তানের জন্ম দিতে চান এই সেলেব জুটি।
আরও পড়ুন, এই ভদ্রলোকের বয়স ৩৪!
মার্কিন মিডিয়ার দাবি, কিম-কেনি যে সরোগেট মাকে খুঁজছেন প্রেগন্যান্সি পিরিয়ডে তাঁকে যে কোনও রকম নেশার দ্রব্য থেকে দূরে থাকতে হবে। এমনকি সে সময় কোনও যৌন সম্পর্কেও তাঁকে না জড়ানোর শর্ত দেবেন কিম-কেনি। রয়েছে আরও বেশ কিছু বিধিনিষেধ। তবে এর বিনিময়ে সেই সারোগেট মাকে নাকি বেশ ভাল অঙ্কের পারিশ্রমিকও দেওয়া হবে। যদিও গোটা বিষয়টি নিয়ে কিম অথবা কেনি এখনও মুখ খোলেননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy