বাবা শক্তি কপূরকে নিয়ে হাসপাতালে শ্রদ্ধা কপূর। শুক্রবার মুম্বইয়ের হাসপাতালে ৭৩ বছরের অভিনেতাকে নিয়ে গিয়েছিলেন শ্রদ্ধা। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। বিষয়টি মোটেই ভাল ভাবে নেননি শ্রদ্ধা।
সাদা রঙের ছাপা শার্ট ও ডেনিম প্যান্ট, মুখে মাস্ক। এই পোশাকে দেখা যায় শ্রদ্ধাকে। অন্য দিকে শক্তি কপূরের পরনে ছিল গোলাপি রঙের হাফপ্যান্ট ও টি-শার্ট। তাঁর মুখও ঢাকা ছিল মাস্কে। বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতাল থেকে বার করে এনে গাড়িতে তোলেন শ্রদ্ধা। সেই সময়ে বাইরে দাঁড়িয়েছিলেন ছবিশিকারিরা। তাঁদের দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে শ্রদ্ধা ক্যামেরাবন্দি করতে নিষেধ করেন। বেশ কড়া ভঙ্গিতেই তাঁকে নিষেধ করতে দেখা যায়।
যদিও এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। ভিডিয়ো দেখে নেটাগরিক উদ্বিগ্ন হয়ে পড়েন। শক্তি কপূরের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে থাকে। যদিও এখনও স্পষ্ট নয়, সাধারণ চেক-আপ করাতে নাকি কোনও বিশেষ অসুস্থতার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি শ্রদ্ধা।
কিছু দিন আগেই কন্যা সম্পর্কে এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন শক্তি। তিনি বলেন, “ও খুবই জেদি। ওর মন যেটা বলে, ও সেটাই করে। কিছু নীতিবোধ রয়েছে ওর জীবনে যেগুলি ও খুব কড়া ভাবে অনুসরণ করে। আমাদের দারুণ সম্পর্ক। কখনও আমাদের খুব ঝগড়া হয়, কখনও আমরা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করি। কখনও আমরা ছবি নিয়ে আলোচনা করি। আমি সত্যিই ওর জন্য খুব গর্বিত। খুবই ভাল অভিনয় করে ও।”