Advertisement
E-Paper

২৬ বছরের অভিনেত্রীর প্রেমে পড়লেন ৭০-এর মহেশ? ভাইরাল ঘনিষ্ঠ ছবি…

কে এই মেয়েটি? সত্যিই কি এঁর সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন মহেশ?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৮
এই মেয়েটির প্রেমে পড়েছেন মহেশ? ছবি: রেহার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

এই মেয়েটির প্রেমে পড়েছেন মহেশ? ছবি: রেহার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

এক তন্বীর কাঁধে মাথা রেখেছেন মহেশ ভট্ট। কখনও বা সেই তন্বী জড়িয়ে ধরে রয়েছেন মহেশকে। ঠিক এমন ছবিই সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই যুবতীর সঙ্গে মহেশের সম্পর্ক নিয়ে নয়া গুঞ্জন শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে।

কে এই মেয়েটি? সত্যিই কি এঁর সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন মহেশ?

মেয়েটি অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মহেশের ‘জলেবী’তে অভিনয় করেছেন তিনি। মহেশের জন্মদিনে রেহাই এই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আমার বুড়ো… মহেশ স্যার। এটাই আমরা। তুমি ভালবেসে আমাকে জড়িয়ে ধরেছ, আমাকে ভালবাসা দিয়েছে, তুমি আমার চিরকালের মতো গুটিয়ে রাখা ডানা খুলে দিয়েছে, আমাকে উড়তে শিখিয়েছে… আর কোনও শব্দ আসছে না, তোমাকে ভালবাসি।’

আরও পড়ুন, এই বাঙালি অভিনেত্রীরই প্রেমে পড়েছেন মহেশ ভট্ট?

ছবি দেখে মহেশের সঙ্গে রিয়ার প্রেমের সম্পর্ক রয়েছে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। রিয়ার বক্তব্যেও সে আভাসই রয়েছে। এর পরই ট্রোলড হতে হয় রিয়াকে।

কেউ গোটা ঘটনাটিকে কাস্টিং কাউচ হিসেবে ব্যখ্যা দিয়েছেন। কেউ বা বলেছেন, মেয়ে পূজা ভট্টকে মহেশের চুমু খাওয়ার ছবিও প্রকাশ হয়েছিল। ফলে এ তো হতেই পারে। কেউ আবার মহেশের বয়স নিয়ে কটাক্ষ করেছেন।

আরও পড়ুন, বিয়ে কবে? ঐন্দ্রিলা বললেন...

সদ্য বিগ বসের ঘরে ভজন শিল্পী অনুপ জালোটা এবং তাঁর বান্ধবী জসলিন মাথারুর সম্পর্ক নিয়ে প্রবল আলোড়ন শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিতে। মহেশের এই ছবি প্রকাশ্যে আসার পর অনেকেই সেই ঘটনার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। তবে আসল সত্যিটা কী, তা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি মহেশ স্বয়ং।

Happy birthday to my Buddha @maheshfilm Sir , this is us - you held me with love , you showed me love , and you have unclipped my wings forever , you are the "heart hitting " fire that ignites every soul it comes by ! Words fail me I love you ❤️ 📸 credits - @suhritadas @poojab1972 🙏💕

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

Mahesh Bhatt Bollywood Celebrities Celebrity Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy