ছবির পরিচালনা নিয়ে নাকি তিনি বরাবরই খুঁতখুঁতে। মাঝেমধ্যেই এ নিয়ে ঝামেলাও বেধেছে বিভিন্ন সেটে। এ বার নাকি খোদ পরিচালককেই সরিয়ে নিজে সে ভার নিলেন ‘ভাইজান’। এমনটাই শোনা যাচ্ছে সলমন খানের নতুন ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’ নিয়ে!
সলমনের এই ছবি নিয়ে বেশ কিছু দিন ধরেই ভক্তকুলের উত্তেজনা তুঙ্গে। শোনা যাচ্ছে ‘ভাইজান’ নিজেও নাকি রীতিমতো তোড়জোড় করেই মাঠে নামতে চলেছেন। ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন ফারহাদ সামজি। কিন্তু ছবির ১০ শতাংশ কাজ শেষ হওয়ার পর তাঁকে নাকি আর দেখা যাচ্ছে না সেটে।