রিসেপশনে দম্পতি। ছবি: ফেসবুকের সৌজন্যে।
প্রথমে এনগেজমেন্ট। তার পর বিয়ে। সবেতেই বড় চমক দিয়েছিলেন টলিউডের রিসেন্ট কাপল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাবা-মা হওয়ার ক্ষেত্রেও কি সেই একই চমক বজায় রাখবেন এই দম্পতি? আপাতত এই নয়া গসিপে মজে টলি পাড়া।
কিন্তু এই গসিপের উত্স কোথায়? কেন রাজ-শুভশ্রীকে নিয়ে এমন ভাবনা শুরু হল? এই গোটা গসিপে নাকি জড়িয়ে গিয়েছে অভিনেতা জিতের নাম!
আসল ঘটনাটি ঠিক কী? সোশ্যাল ওয়ার্ল্ডে কয়েক দিন পিছিয়ে যাওয়া যাক।
আরও পড়ুন, দিনে ভালবাসা, রাতে নির্যাতন, ব্লগে লিখলেন অভিনেত্রী
আগামী ইদে মুক্তি পেতে চলেছে জিতের ছবি ‘সুলতান দ্য সেভিয়ার।’ দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে সেই ছবির ট্রেলার। রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় তা দেখে জিতকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘কেয়া বাত #সুলতান দ্য সেভিয়ার জমে ক্ষীর…।’
কিন্তু এর উত্তরে জিত্ কী টুইট করেছেন জানেন? জিত্ লিখেছেন, ‘থ্যাঙ্কস রাজু বেটা। যব পাপা বনোগে বাতানা…।’
Thanks Raju Beta 😊... Jab Papa Banoge batana 😆😆😆😜 https://t.co/eYGR03bpTn
— Jeet (@jeet30) May 30, 2018
গসিপের শুরু এই টুইট থেকেই। যদিও রাজ এটা নিয়ে প্রকাশ্যে কিছু লেখেননি। কিন্তু জিত্ হঠাত্ রাজকে বাবা হওয়ার প্রসঙ্গে কেন কথা বললেন? তা হলে কি…
না! রাজ-শুভশ্রীর পরবর্তী প্রজন্ম আসতে চলেছে কি না, শুভশ্রী সন্তানসম্ভবা কি না— এ নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। কিন্তু জিত্ কি কিছু জানেন? সে জন্যই কি টুইটে আভাস দিয়েছেন অভিনেতা?
না! এরও কোনও উত্তর নেই। তবে জল্পনা চলছেই…