ধারাবাহিক ‘কথা’ শেষ হয়েছে এক মাস আগে। ধারাবাহিকের জুটি সাহেব ভট্টাচার্য-সুস্মিতা দে এখনও দর্শকমনে টাটকা। তাঁদের পর্দার রসায়ন পর্দার বাইরেও চর্চায়। এখনও একসঙ্গে তাঁরা মঞ্চানুষ্ঠান করেন। তার মধ্যেই খবর, নায়িকা নাকি নতুন নায়কের বিপরীতে নতুন ধারাবাহিকে ফিরছেন! সেই নায়ক রণজয় বিষ্ণু।
এ রকম খবরে যখন টেলিপাড়া ছয়লাপ, তখন আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল সুস্মিতার সঙ্গে। টেলিপাড়ার অন্দরের গুঞ্জনই কি সত্যি? “আগের ধারাবাহিকের রেশ কাটার আগেই কী করে নতুন ধারাবাহিকের শুটিং শুরু করব! কেউ করে?”, হাসতে হাসতে পাল্টা প্রশ্ন তাঁর। যোগ করেছেন, “এখন আমি ছুটি উপভোগ করছি। ঘুমোচ্ছি, প্রচুর সিনেমা দেখছি। এ দিক-সে দিক বেড়াতে যাচ্ছি।”
সঙ্গে সাহেব থাকছেন? আগের মতো আড্ডা, খুনসুটিতে মাতছেন তাঁরা? সুস্মিতার কথায়, “ধারাবাহিক শেষ। ফলে, আগের মতো নিয়মিত দেখাসাক্ষাৎ নেই। তবে আমরা মঞ্চানুষ্ঠান করছি একসঙ্গে।” বলেই তড়িঘড়ি জুড়লেন, তিনি একাও অনেক শো করছেন। জানিয়েই ফের হাসি।
আরও পড়ুন:
তা হলে সাহেব-সুস্মিতাকে নিয়ে যে প্রেমের গুঞ্জন সেটা সত্যি! নায়িকা মানতে নারাজ, সাফ বললেন, “ওটা দর্শকের মত। আমাদের জুটি পছন্দ হওয়ায় বাস্তবেও সে ভাবেই দেখতে চেয়েছেন ওঁরা।” দর্শকের চাওয়া পূরণ হবে? “কাজের বাইরে অন্য কিচ্ছু ভাবছি না”, স্পষ্ট জবাব তাঁর। বড়পর্দা-সিরিজ়েও যাতে সুযোগ পান, সেই চেষ্টাও করছেন ছোটপর্দার ‘কথা’।