Advertisement
E-Paper

পর্দায় ভেসে ওঠে পপ গায়ক বাদশা-তারা সুতারিয়ার আলিঙ্গনরত মুহূর্ত! নতুন প্রেমে অভিনেত্রী?

আলেখা আডবাণীকে বিয়ের আগে প্রাক্তন প্রেমিকাকে অপমান করেছিলেন আদর। জানিয়েছিলেন, ‘টাইমপাস’ করেছিলেন! তারা কি সেই অপমান ভুললেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১১:৫৪
বাদশাতেই আপাতত মন তারা সুতারিয়ার?

বাদশাতেই আপাতত মন তারা সুতারিয়ার? ছবি: ইনস্টাগ্রাম।

তারা সুতারিয়াকে নিয়ে গুঞ্জন যে বাড়ছেই! তিনি প্রেম করছেন, এই খবর দিন কয়েক ধরে বলিউডের অন্দরে। সেই চর্চা বাড়ছে বই কমছে না। টিনসেল টাউনের দাবি, কয়েক মাসের ফারাকে নাকি ছবি বদলে যেতে চলেছে। তাঁর সঙ্গে নিছক ‘সময় কাটিয়ে’ আলেখা আডবাণীকে বিয়ে করেছেন কপূর বংশের সন্তান আদর জৈন। সে কথা আদর নিজেই জানিয়েছেন। সেই তারা সুতারিয়া আদরের অপমান ভুলে ফের প্রেমে! পঞ্জাবি পপ গায়ক বাদশার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন! এই খবরে প্রকাশ্যে সিলমোহর দিয়েছেন খোদ শিল্পা শেট্টি! তিনি বলেই ফেলেছেন, “বাদশা এখন দিনেও তারা গুনছেন!”

শুধু এই একটি কারণ নয়, সম্প্রতি গায়ক ওজন ঝরিয়ে ছিপছিপে! নিজেকে আমূল বদলে ফেলার পিছনে যে কারও হাত রয়েছে, এমন দাবি উঠে এসেছে প্রেমের গুঞ্জন থেকেই।

কী করে তারার জীবনে গায়ক পুরুষের আগমন? আদরের মন্তব্যে অপমানিত অভিনেত্রী এবং তাঁর মা সমাজমাধ্যমে ক্রমাগত প্রতিবাদ জানিয়েছিলেন। বিষয়টি থিতিয়ে যেতেই নতুন চর্চা, তারার জীবনে ‘ভিনদেশি তারা’ নাকি পঞ্জাবি পপ গায়ক! একটি রিয়্যালিটি শো-তে অতিথি বিচারক হয়ে এসেছিলেন শিল্পা। তিনিই ফাঁস করে দেন, বাদশা নাকি এখন হামেশাই গুনগুন করেন নব্বইয়ের দশকের জনপ্রিয় গান, ‘টন টনা টন টনটন তারা, চলতি হ্যায় ক্যয়া ন’ সে বারা!’

ব্যস, নড়েচড়ে বসে বলিউড। অভিনেত্রী যে এমনি এমনি বলেননি তার হাতেগরম প্রমাণও মেলে। শো-এর সেটে থাকা পর্দায় ভেসে ওঠে বাদশা-তারার আলিঙ্গনরত মুহূর্ত। গায়কের মুখ লজ্জায় লাল। তিনি প্রায় মাথা নিচু করে বসে। বাকিরা হইহই করে উঠেছেন। খবর জেনে অন্যতম বিচারক শ্রেয়া ঘোষাল উত্তেজনায় প্রায় উঠে দাঁড়িয়েছিলেন। শিল্পা তখনও বলে চলেছেন, “শো-তে আমরা নব্বইয়ের দশকের গান শুনছি। ও দিকে ‘জুড়য়া’ ছবির হিট গান বাদশার জীবনসঙ্গীত হয়ে উঠেছে।”

অভিনেত্রীর অনুরাগীরা অবশ্য এ খবরে খুশি। তাঁদের মতে, এগিয়ে চলার নাম জীবন। তারা প্রথম প্রেমিকের অপমান ভুলতে পেরেছেন, এটাই যথেষ্ট। চুপ নেই নিন্দকেরাও। তাদের কটাক্ষ, “এ বার তারা সুতারিয়ার ‘টাইমপাস’-এর সময় এসেছে। দেখা যাক, তিনি কী করেন?”

badshah Punjabi Rapper Tara Sutaria Love Rumours
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy