Advertisement
০৪ অক্টোবর ২০২৩
Entertainment News

বন্ধুত্ব পেরিয়ে প্রেমের পথে ঋদ্ধি-সুরঙ্গনা?

তাঁরাই কি টলি-ইন্ডাস্ট্রির সবচেয়ে ইয়ং কাপল? না! কোনও কনফারমেশন নেই। তবে ঋদ্ধি সেন আর সুরঙ্গনাকে নিয়ে এখন এই গসিপই চলছে টলি পাড়ায়।

‘ওপেন টি বায়োস্কোপ’-এর একটি দৃশ্যে ঋদ্ধি-সুরঙ্গনা।— ফাইল চিত্র।

‘ওপেন টি বায়োস্কোপ’-এর একটি দৃশ্যে ঋদ্ধি-সুরঙ্গনা।— ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ১৪:১৫
Share: Save:

তাঁরাই কি টলি-ইন্ডাস্ট্রির সবচেয়ে ইয়ং কাপল? না! কোনও কনফারমেশন নেই। তবে ঋদ্ধি সেন আর সুরঙ্গনাকে নিয়ে এখন এই গসিপই চলছে টলি পাড়ায়।

অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ‘ওপেন টি বায়োস্কোপ’-এ ঋদ্ধি-সুরঙ্গনার কিশোর প্রেম দেখেছেন দর্শক। অনস্ক্রিনের গল্প যেখানে শেষ সেখানেই নাকি অফস্ক্রিনের গল্প শুরু। যদিও ছবির প্রোমোশনের পর আর তেমন ভাবে প্রকাশ্যে কাছে আসতে দেখা যায়নি এই দুই ঘনিষ্ঠ বন্ধুকে। কিন্তু ‘মাধ্যমিকের বাধ্য মেয়ে’কে বোধহয় বাস্তবে ছুঁয়েই ফেলেছেন ঋদ্ধি। সম্প্রতি এক সাক্ষাত্কারে সমবয়সী এক কন্যের প্রতি ভাললাগার কথা নাকি জানিয়েছেন তিনি। অনেকেই বলছেন, সেই মেয়ে নায়িকা সুরঙ্গনা।

টলি মহলের এক সূত্র মারফত্ জানা গিয়েছে, ঋদ্ধির পরিবার এই সম্পর্ককে মেনেও নিয়েছেন। তবে এখনই রিলেশনশিপ নিয়ে কিছু বলতে নারাজ এই তরুণ তুর্কিরা। তবে এ জল্পনা থামার নয়। কবে এ কাহিনির নায়ক-নায়িকা মুখ খোলেন, এখন সেটাই দেখার।

আরও পড়ুন, রুপোলি পর্দার ১০ ‘অদ্ভুত’ বন্ধু

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE