Advertisement
E-Paper

‘হরনাথ, বুম্বার জন্যই...’, অনেক যুদ্ধ করে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিতে অভিনয়ের সুযোগ পান অনামিকা?

২০০০ সালে মুক্তি পেয়েছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। যে ছবিতে খলনায়িকার চরিত্রে দেখা গিয়েছিল অনামিকা সাহাকে। কিন্তু তাঁর যাত্রা সহজ ছিল না।

is this true Actress Anamika Saha was not first choice in Sasurbari Zindabad

অনামিকা সাহা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৩:৫৯
Share
Save

২৫ বছর আগের কথা। মুক্তি পেয়েছিল হরনাথ চক্রবর্তী পরিচালিত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। জামাইষষ্ঠীর আগে আবারও প্রেক্ষাগৃহে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি৷ নতুন করে মুক্তি পাচ্ছে। এই ছবিতেই জাঁদরেল শাশুড়ি মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অনামিকা সাহা। চোখে সোনালি ফ্রেমের চশমা। ঠোঁটে লিপস্টিক। সোনার গয়নায় মোড়া গোটা শরীর৷ ধনী পরিবারের পোড় খাওয়া মহিলা। লুক দেখে তা স্পষ্ট। ‘বিনোদিনী রায়ে’র চরিত্রে অভিনয় করে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, রঞ্জিত মল্লিকের সঙ্গে সমানে সমানে টেক্কা দিয়েছিলেন অনামিকা। কিন্তু অনেকেই নাকি এই চরিত্রে অনামিকাকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে বাদ সেধেছিলেন। হরনাথকে সতর্কও করেছিলেন অনেকে। কিন্তু কেন?

তত দিনে অনেক ছবিতেই অভিনয় করে ফেলেছেন অনামিকা। খলনায়িকা হিসাবে ইন্ডাস্ট্রিতে নাম ডাকও হয়েছে৷ তা-ও কি অভিনেত্রী যোগ্যতা নিয়ে ধন্দ ছিল সকলরে? ইন্ডাস্ট্রির অনেকের মনে সংশয় থাকলেও, হরনাথ এবং প্রসেনজিতের মনের কোনও দ্বিধা ছিল না৷ তাঁদের কাছে অনামিকা কৃতজ্ঞ সে কথাই আনন্দবাজার ডট কমকে জানালেন অনামিকা।

অভিনেত্রী বলেন, “অনেকেই আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অনেকেই বলেছিলেন যে চরিত্রে হেমা মালিনী অভিনয় করেছিলেন সেই চরিত্রে কি আমি অভিনয় করতে পারব! শুধু আমার উপর ভরসা ছিল বুম্বা আর হরনাথদা।”

১৯৯০ সালে এই একই গল্পে দেখা গিয়েছিল অনিল কপূর, মাধুরি দীক্ষিত এবং হেমাকে৷ সেখানে দুঁদে খলনায়িকার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তাই অনামিকাকে সেই একই চরিত্রে দেখা যাবে তা শুনে অনেকেই অবাক হয়েছিলেন। কিন্তু সবার সব ধারণা নস্যাৎ করে বিনোদিনী চরিত্রও পেয়েছিল বিপুল ভালবাসা।

Anamika Saha Prosenjit Chatterjee Rituparna Sengupta Haranath Chakraborty Bengali Cinema

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।