এ বার কি রাহুল-প্রীতির সম্পর্কে চিড়! কী জবাব দিলেন অভিনেতা? ছবি: সংগৃহীত।
শুক্রবার রাত থেকে টলিপাড়ায় নতুন গুঞ্জন। আবারও নাকি বিচ্ছেদের সুর। এ বার ভাঙনের মুখে অভিনেতা রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের সম্পর্ক। তাঁরা দু’জনেই ছোট পর্দার পরিচিত মুখ। এই মুহূর্তে রাহুলকে দর্শক দেখছেন ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালে মুখ্য চরিত্রে। অন্য দিকে, প্রীতি অভিনয় করছেন নতুন সিরিয়াল ‘বালিঝড়’-এ।
কিছু দিন আগেও নিজেদের এক মিষ্টি ছবি পোস্ট করেছিলেন রাহুল নিজের ইনস্টাগ্রামে। কয়েক দিন আগে নতুন ব্যবসাও শুরু করেছেন রাহুল আর প্রীতি। তা হলে আচমকা কী হল? আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় ছোট পর্দার ‘শঙ্কর’-এর সঙ্গে। প্রীতির সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তাঁর স্পষ্ট জবাব, “পুরো বিষয়টাই খুব হাস্যকর। আমি ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ খেলতে এই মুহূর্তে রায়পুরে আছি। এখানে আমার সঙ্গে প্রীতিও এসেছে। আমাদের মধ্যে কিছু হলে ও কি আসত রায়পুর? পুরো বিষয়টাই খুব বোকা। ভুয়ো খবর রটানো হচ্ছে আমাদের সম্পর্ক নিয়ে।”
‘হরগৌরী পাইস হোটেল’ শুরু হওয়ার দিন থেকেই দর্শক মনে এক অন্য জায়গা করে নিয়েছে। এই মুহূর্তে সিরিয়ালে আগমন ঘটেছে নতুন চরিত্রের। যে চরিত্রে অভিনয় করছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বাড়ির বড় ছেলে ফিরে আসার পর ঘোষ বাড়ির কী পরিস্থিতি হয়? কোন মোড় নেবে তাঁদের জীবন? এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy