চার দশকের পারিবারিক বন্ধুত্ব। এ বার পারিবারিক সম্পর্কে বদলে যেতে চলেছে। এই দুই পরিবার মুকেশ অম্বানী এবং অজয় পিরামলের। কারণ,পিরামল রিয়েলটির মালিক আনন্দ পিরামলকে বিয়ে করতে চলেছেন মুকেশের মেয়ে ঈশা। সম্প্রতি ইতালিতে হল তাঁদের এনগেজমেন্ট।
প্রিয়ঙ্কা চোপড়া, নিক জোনস, সোনম কপূর, আনন্দ আহুজা, অনিল কপূরের মতো তারকারা উপস্থিত ছিলেন ঈশার এনগেজমেন্টে। মণীশ মলহোত্রর ডিজাইনার পোশাকে সেজেছিলেন তারকারা। এই অনুষ্ঠানে আংটি বদল করলেন ঈশা এবং আনন্দ।
মুকেশ এবং নীতা অম্বানীর মেয়ে ঈশার বিয়ে হবে চলতি বছরের ডিসেম্বরেই। শোনা যাচ্ছে ইতালির লেক কোমোতে তিন দিন ধরে এনগেজমেন্ট পার্টির আয়োজন করবেন দুই পরিবারের সদস্যরা। জর্জ ক্লুনি, ম্যাডোনার মতো হলিউড তারকাদের বাড়ি রয়েছে লেক কোমোতে। স্বর্গের আয়না হিসেবে পরিচিত ইতালির এই জায়গাতেই নাকি গাঁটছড়া বাঁধবেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহও।
আরও পড়ুন, মুকেশ অম্বানীর মেয়ের বিয়ে, পাত্র কে জানেন?
অম্বানী পরিবারের তরফে জানানো হয়েছে, ভাই আকাশের বিয়ের আগেই নাকি গাঁটছড়া বাঁধবেন ঈশা। তাঁর হবু স্বামী আনন্দ ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া থেকে স্নাতক এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনিই পিরামল এন্টারপ্রাইজের এগজিকিউটিভ ডিরেক্টর।
অম্বানীদের পারিবারিক বন্ধুআনন্দ। সেই সূত্রে খুব ছোট থেকেই ঈশার সঙ্গে তাঁর বন্ধুত্ব। তবে দুই বাড়ি থেকে তাঁদের বিয়ে ঠিক করে দেয়নি। বরং তাঁরা নিজেরাই নিজেদের পছন্দ করেছেন।কিছুদিন আগে মহাবালেশ্বরে একটি মন্দিরে উইকএন্ড ট্রিপে গিয়েছিলেন আনন্দ এবং ঈশা। তখনই বন্ধুকে বিয়ের প্রস্তাব দেন আনন্দ। এক কথাতে বিয়েতে মতও দিয়ে দেন অম্বানী কন্যা।
শোনা যাচ্ছে, লেক কোমোতে তিন দিনের অনুষ্ঠানে মুম্বই থেকে হাজির থাকবেন শাহরুখ খান, সলমন খান, প্রিয়ঙ্কা চোপড়া, আলিয়া ভট্টের মতো তারকারা। শুধু বিনোদন দুনিয়া নয়, ক্রিকেট এবং রাজনৈতিক মহল থেকেও হেভিওয়েট সেলিব্রিটিরা এই বিয়েতে উপস্থিত থাকবেন বলে খবর।
(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা - বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)