Advertisement
E-Paper

নাগার্জুনের হিন্দু পরিবারে ইসলামের প্রবেশ, ছোটবৌমা জয়নাবকে কিসের জন্য কৃতজ্ঞতা জানালেন স্ত্রী অমলা?

নাগার্জুনের বাড়িতে এ বার অন্য ধর্মের প্রবেশ। এর জন্য ছোটছেলের স্ত্রী জয়নাব আক্কিনেনিকে কৃতিত্ব দিলেন অভিনেতার পত্নী অমলা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ২০:৫২
Amala Akkineni says daughter in law Zainab brought new sensibility of Islam in to Nagarjuna home

নাগার্জুনের পরিবারে কী বদল ঘটল? ছবি: সংগৃহীত।

দক্ষিণের জনপ্রিয় তারকা নাগার্জুনের জন্ম ব্রাহ্মণ পরিবারে। পরবর্তী কালে বৌদ্ধধর্মের প্রতি আকৃষ্ট হন অভিনেতা। তাঁর বাড়িতে এ বার ইসলাম ধর্মের প্রবেশ। এর জন্য ছোটছেলের স্ত্রী জয়নাব আক্কিনেনিকে কৃতিত্ব দিলেন অভিনেতার পত্নী অমলা।

গত বছরের শেষে নাগ চৈতন্য দ্বিতীয় বার বিয়ে করেন। তার মাস খানেকের মাথায় দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসে নাগার্জুনের কনিষ্ঠ পুত্র অখিল আক্কিনেনি। নাগ চৈতন্যের সঙ্গে বিয়ে হয় শোভিতা ধূলিপালার। অন্য দিকে, অখিল বিয়ে করেন চিত্রকর জ়য়নাব রাভদজী়কে। নাগ ও শোভিতার বিয়ে হয় একেবারে হিন্দু রীতি মেনে। অন্য দিকে, মুসলিম পরিবারের মেয়ে জয়নাবের সঙ্গে অখিলের বিয়েতে ছিল ইসলামী রীতি।

এই দুই পুত্রবধূকে পেয়ে খুশি অমলা। তিনি জানান, শোভিতা অসম্ভব স্বাধীনচেতা নারী। গোটা পরিবার তাঁকে সম্মানও করে। অন্য দিকে, ছোটছেলের স্ত্রী জয়নাবের মধ্যে অদ্ভুত উষ্ণতা রয়েছে। অমলা বলেন, ‘‘আমাদের পরিবারে যথার্থই বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখা যায়। আসলে আমার প্রত্যেকেই যে যার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।’’

Akkineni Nagarjuna Naga Chaitanya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy