‘রাধা’ গানে শাহরুখ ও অনুষ্কা। ছবি: ইউটিউবের সৌজন্যে
রাধা প্রেমে পড়েছে। তা-ও আবার যে সে কারও নয়। খোদ বলিউ়়ড বাদশার প্রেমে! আর সে খবরেই বাজার ছেয়ে গিয়েছে। বুধবারই প্রথম সর্বজনসমক্ষে এসেছে ‘রাধা’। এবং যেমন তেমন ভাবে নয়। রীতিমতো ধামাকাদার এক অনুষ্ঠানে তার আত্মপ্রকাশ।
কে এই রাধা?
বলিউড বাদশার আপকামিং ফিল্ম ‘জব হ্যারি মেট সেজল’-এর প্রথম গান। সেখানেই রাধার এই প্রেমের কথা জানা গিয়েছে। বিদেশি লোকেশনে ‘হ্যারি’ ও ‘সেজল’-এর ওই গান ইতিমধ্যেই হিট পেয়েছে। গানে পঞ্জাবি লোকগীতির মিশেল রয়েছে। সুর দিয়েছেন প্রীতম। গেয়েছেন সুনিধি চৌহান ও শাহিদ মাল্য। গানের কথা ইরশাদ কামিলের।
নতুন ছবির প্রথম গান দর্শকদের সামনে এসেছে বাদশাহি স্টাইলেই। কিছু দিন আগেই শাহরুখ ইউটিউবে একটি ভিডিও আপলোড করে এক প্রতিযোগিতার কথা জানিয়েছিলেন। বলা হয়েছিল, দেশের যে শহরে সবচেয়ে বেশি ‘সেজল’ নামের মহিলা রয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করে সেখানেই নতুন গান রিলিজ করবেন বলিউডের কিঙ্গ খান। সেই মতো বুধবার আমদাবাদে শত ‘সেজল’-এর সামনে মুক্তি পেল ‘রাধা’। টুইটারে শাহরুখ গান রিলিজের সেই ছবি শেয়ার করেছেন।
Meri Sejals, Meri Radhas... made Imtiaz Ali take this picture so he stays out of it... love you all https://t.co/qSmdTl4M0Z pic.twitter.com/CBD44yhtxS
— Shah Rukh Khan (@iamsrk) June 21, 2017
আরও পড়ুন, মিনি ট্রেলারে নজরকাড়া ‘হ্যারি’ ও ‘সেজল’
মূল ট্রেলারের আগে বেশ কয়েকটি মিনি ট্রেলর রিলিজ করে ইতিমধ্যেই দর্শকদের সঙ্গে পঞ্জাবি ‘হ্যারি’ ও গুজরাতি ‘সেজল’কে পরিচয় করিয়েছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট। এ বার ছবির প্রথম গানও চলে এল।
‘রব নে বনা দি জোড়ি’ ও ‘জব তক হ্যায় জান’এর পর তৃতীয় বার একসঙ্গে ছবি করছেন শাহরুখঅনুষ্কা। গৌরী খান প্রযোজিত ও ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ৪ অগস্ট।! ' ?
Sejal! Time's up. Bata de will you be my Radha? @AnushkaSharma @RedChilliesEnt @sonymusicindia #RadhaOutNow https://t.co/qSmdTkNaCp
— Shah Rukh Khan (@iamsrk) June 21, 2017
‘রব নে বনা দি জোড়ি’ ও ‘জব তক হ্যায় জান’এর পর তৃতীয় বার একসঙ্গে ছবি করছেন শাহরুখঅনুষ্কা। গৌরী খান প্রযোজিত ও ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ৪ অগস্ট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy