Advertisement
২৬ মার্চ ২০২৩
Tiger Shroff

দিশার ভোট জ্যাকির দিকে

ঘরবন্দি অবস্থায় অবশ্য টাইগারের সঙ্গে দেখা হচ্ছে না দিশার। তাই নায়িকা এখন সুপারহিরো মুভি দেখতেই বেশি ব্যস্ত।

দিশা

দিশা

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২০ ০০:৪১
Share: Save:

লকডাউন হওয়ার আগে ‘রাধে’ ছবির শুটিং করছিলেন দিশা পাটনি। সলমন খান ছাড়াও সে ছবিতে জ্যাকি শ্রফ আছেন। টাইগার শ্রফ আর দিশা যে সম্পর্কে রয়েছেন, সে কথা সকলেরই জানা। তাই জ্যাকির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন সেই প্রশ্ন রাখা হয়েছিল দিশার কাছে। নায়িকার জবাব, ‘‘টাইগারের চেয়ে উনি অনেক বেশি কুল। ওঁর মধ্যে একটা সোয়্যাগ রয়েছে।’’ তবে বাবা-ছেলের তুলনা করতে চান না দিশা। বললেন, ‘‘দু’জনে আলাদা মানুষ। জেনারেশন গ্যাপ হলে যেটুকু তফাত হয়, সেটুকুই। যেমন আমার বাবা আর আমার মধ্যে রয়েছে।’’ ঘরবন্দি অবস্থায় অবশ্য টাইগারের সঙ্গে দেখা হচ্ছে না দিশার। তাই নায়িকা এখন সুপারহিরো মুভি দেখতেই বেশি ব্যস্ত। এই ধরনের ছবি তাঁর ভারী পছন্দের। তাই বোধহয় অ্যাকশন ড্রামাতে আইক্যান্ডি চরিত্রেই বেশি দেখা যায় তাঁকে। দিশার মতে, সুপারহিরো মুভির কাল্পনিক দুনিয়ার মতো যদি তাঁর জগৎ হত, তা হলে মন্দ হত না। কোয়রান্টিন অবস্থায় অন্যান্যদের মতো দিশাও নানা চিন্তায় রত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.