সিনেমার দুনিয়ায় ‘মিউজিক্যাল স্পাই থ্রিলার’ ছবি বলে যদি কিছু থাকে, তা হলে তার শ্রেষ্ঠ উদাহরণ রণবীর-ক্যাটরিনার ‘জগ্গা জসুস’। আরও একটা কথা প্রথমেই বলে রাখা দরকার। যদি আপনি গোয়েন্দা গল্পের ফ্যান হন, তবে এই ছবিতে আপনার ছোটবেলার ‘ডিটেকটিভ’ গল্পের বইয়ের পাতাগুলি রূপোলি পর্দায় ভেসে উঠেছে বলে মনে হতে পারে। আর বাঙালি হলে তো কথাই নেই! বাংলার সঙ্গে এই ছবির যোগ আদ্যোপান্ত। মাঝে মাঝে মনে হতে পারে, ওঁরা বাংলায় কথা বলছে না কেন! পরিচালক অনুরাগ বসু, ফেলুদা, ব্যোমকেশ, শার্লক হোমস-কে ডিজনির ব্যাকগ্রাউন্ডে প্রায় তিন ঘণ্টা ধরে ভালই মনে করিয়েছেন।
এর আগে ‘রাজনীতি’ এবং ‘আজব প্রেম কি গজব কহানি’ ছবিতে দেখা গিয়েছিল রণবীর-ক্যাটরিনাকে। সাত বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ‘জগ্গা জসুস’ই তাঁদের প্রথম ছবি। যুগলের ‘অন-স্ক্রিন কেমিস্ট্রি’ দেখার উৎসাহ যদি থাকে, তবে জগ্গার পরও ‘আজব প্রেম কি গজব কহানি’ই সেরা। শুধু দেখার এবং শেখার দুই তারকার কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ব্যালান্স করার দক্ষতা।