অনেক দিন পরে সংসারে আনন্দ। জামাইষষ্ঠী বলে কথা। গৌরব চক্রবর্তীকে জামাই আদরে ভরিয়ে তুলেছেন ঋদ্ধিমার বাবা। কিন্তু কোথাও যেন ফাঁক রয়েই গিয়েছে। ২ মে নিজের মাকে হারিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন তাঁর মা রিমা ঘোষ। ইনস্টাগ্রামে মায়ের মৃত্যুর খবর জানিয়েছিলেন অভিনেত্রী। জামাইষষ্ঠীর দিনে বার বার মায়ের কথাই মনে পড়ছে তাঁর। রিমার সব থেকে পছন্দের উৎসব ছিল এই ষষ্ঠী। ‘এ দিন মা থাকলে এই হতো, ওই হতো, এ সবই যেন মনে পড়ছে ঋদ্ধিমার’। তাঁর স্মৃতিচারণ চলছে, যন্ত্রণাও হচ্ছে। কিন্তু আক্ষেপ করার অবকাশ দিলেন না ঋদ্ধিমার বাবা। নিজের হাতে সমস্ত আয়োজন করেছেন তিনি। স্ত্রীর শূন্যতা পূরণের চেষ্টা করলেন গৌরবের শ্বশুর। সকলের মুখে হাসি ফোটালেন তিনি।