Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ নভেম্বর ২০২১ ই-পেপার

সোনমকে অনুকরণ করে ভিডিয়ো জনি লিভারের কন্যার, হাসির রোল অনুরাগীদের মধ্যে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০১ অক্টোবর ২০২১ ১৩:৩৮
সোনম কপুর এবং জেমি লিভার।

সোনম কপুর এবং জেমি লিভার।

অভিনয়ের থেকেও বিলাসবহুল জীবনযাপনের কারণে বেশি মাত্রায় চর্চায় উঠে আসেন সোনম কপূর আহুজা। তাই তাঁকে নকল করে ইনস্টাগ্রামে একটি মজার ভিডিয়ো তৈরি করেছেন কৌতুকাভিনেতা জনি লিভারের কন্যা জেমি লিভার।

কী দেখা যাচ্ছে সেখানে?

একটি চকচকে রূপোলি রঙের ব্লেজার পরেছেন জেমি। একের পর এক ইনস্টাগ্রামে ছবি তোলার নানা ফিল্টারের নাম যেমন- প্যারিস, লস অ্যাঞ্জেলস, লাস ভেগাস, জয়পুর, আবু ধাবির নাম পড়ে চলেছেন তিনি। ভিডিয়োতে তাঁর হাবভাব, বাচনভঙ্গি সব কিছুই সোনমের মতো। অনিল-কন্যা যে ভাবে কথা বলেন, হুবহু সে ভাবেই শহরগুলির নাম পড়তে শোনা গেল জেমিকে। শেষে সোনমের মতো করেই তিনি বললেন, “এই সব ক'টি শহরেই আমি ঘুরেছি। কিন্তু এই তালিকায় লন্ডন, নিউ ইয়র্ক, জুহু নেই। এটা ঠিক নয়।”

Advertisement

ইতিমধ্যেই এই ভিডিয়ো চারদিকে ছড়িয়ে পড়েছে। জেমির অনুরাগীরা তাঁকে সোনমের অনুকরণ করতে দেখে মুগ্ধ। তবে এই প্রথম নয়, গত বছরেও সোনমকে নিয়ে একটি মজার ভিডিয়ো করেছিলেন জেমি। লকডাউনের সময় বাড়িতে কী ভাবে সময় কাটাতে পারেন সোনম, মূলত সেই ছবিই তুলে ধরেছিলেন জেমি।

আরও পড়ুন

Advertisement