গত ফেব্রুয়ারিতে মা অর্থাত্ শ্রীদেবী ছেড়ে চলে গিয়েছেন হঠাত্ই। তা যেন এখনও মেনে নিতে পারেন না জাহ্নবী কপূর। কাজে ফিরেছেন। তবে মা যেন সব সময়ই তাঁর সঙ্গে রয়েছেন। সে কারণেই ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে মায়ের হয়ে পুরস্কার নিতে উঠলেন মায়ের শাড়ি পরেই।
বৃহস্পতিবার সন্ধেয় দিল্লির বিজ্ঞান ভবনে শ্রীদেবীর হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে হাজির ছিলেন প্রয়াত নায়িকার দুই কন্যা জাহ্নবী এবং খুশি কপূর। ২০১৭-এ মুক্তিপ্রাপ্ত ‘মম’ ছবির জন্য এই পুরস্কার পেলেন তিনি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে মায়ের হয়ে পুরস্কার নেন জাহ্নবী এবং খুশি।
সাদা এবং গোলাপী রঙা সিল্কের শাড়ি পরেছিলেন জাহ্নবী। ডিজাইনার মণীশ মলহোত্র আসল রহস্যের সমাধান করেন। তিনি জানিয়েছেন, এই বিশেষ অনুষ্ঠানের জন্য মায়ের শাড়িই বেছে নিয়েছিলেন এই স্টার কিড।