Advertisement
E-Paper

বলিউডের বড় তারকারা সরকারের বিরুদ্ধে নীরব! হঠাৎ কোন প্রসঙ্গে চটলেন জাভেদ আখতার?

বলিউডের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের প্রসঙ্গও টেনে আনেন গীতিকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৪:১৮
Javed Akhtar said that Bollywood stars do not speak up against Government

কেন এমন মন্তব্য করলেন জাভেদ আখতার? ছবি: সংগৃহীত।

তিনি স্পষ্ট বক্তা। প্রশাসনের বিরোধিতা করতেও তিনি দু’বার ভাবেন না। এমনকি চলচ্চিত্র জগতের প্রথম সারির তারকাদের বিরুদ্ধেও স্পষ্ট মতামত রাখেন জাভেদ আখতার। কেন ভারত সরকারের বিরুদ্ধে বলিউডের বড় তারকারা নীরব রয়েছেন? কিসের এত নিরাপত্তাহীনতা? এ সব প্রশ্নই তুললেন জাভেদ।

বলিউডের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের প্রসঙ্গও টেনে আনেন গীতিকার। মেরিল নিজেও আমেরিকার সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তাই জাভেদ বলেন, “মেরিল স্ট্রিপও আমেরিকায় সরকারবিরোধী বিবৃতি দিয়েছিলেন। তার পরেও তার বাড়িতে আয়কর দফতর থেকে হানা দেয়নি। এই ধরনের নিরাপত্তাহীনতা কি সত্যিই রয়েছে? সেই তর্কে অবশ্য আমি যেতে চাই না। তবে এমন ভাবনাচিন্তা যদি সত্যি কারও থেকে থাকে, তা হলে তার মনের মধ্যে ইডি, সিবিআই-এর ভয়ও থাকবে। এতে আসলে অনেকেরই অনেক কিছু প্রকাশ্যে চলে আসবে।”

এই প্রসঙ্গেই জাভেদ আরও বলেন, “ওঁরা চলচ্চিত্র জগতে কাজ করছেন ঠিকই। কিন্তু ওঁরা তো এই সমাজেরই অংশ! অন্যদের মতোই রোজ ওঁরা কাজ করছেন। শুধু এই পেশায় চাকচিক্য ও ধুমধামটা বেশি।” জাভেদের বক্তব্য, একটি ইন্ডাস্ট্রিতে প্রত্যেকের ভিন্ন মত থাকাই স্বাভাবিক। কিন্তু বলিউডে তার অভাব রয়েছে। প্রয়োজনে সরকারের দিকেও প্রশ্ন তুলতে হবে। সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুললে বাড়িতে ইডি বা সিবিআই হানা দেবে, এমন আশঙ্কা থাকলে সমস্যা রয়েছে বলে মত বর্ষীয়ান গীতিকারের।

Javed Akhtar Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy