Advertisement
E-Paper

সেরা অভিনেতা জয়া, ‘সেরা মূল চিত্রনাট্য’র শিরোপা ‘রবিবার’-এর

‘রবিবার’ ইতিহাস গড়েছে বাংলা ছবির দুনিয়ায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসানকে জুটি বানিয়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ১৪:১৭
জয়া আহসান।

জয়া আহসান।

মঙ্গলবারে ‘রবিবার’-এর সুখবর জানালেন পরিচালক অতনু ঘোষ। তাঁর এই ছবি আন্তর্জাতিক মাদ্রিদ চলচ্চিত্র উৎসব ২০২০-তে আবারও সম্মানিত। আরও একবার ‘সেরা অভিনেতা’র সম্মানে সম্মানিত ছবির নায়িকা জয়া আহসান। ‘সেরা মূল চিত্রনাট্য’র শিরোপা পেল ‘রবিবার’। পরিচালকের উচ্ছ্বাস, ‘কিছু দিন আগেই উৎসব কমিটি এই ঘোষণা করেন। স্পেনে লকডাউন চলছে। তাই ট্রফি আসতে কিছু দিন সময় লাগবে।’

এই আনন্দ একা বয়ে বেরানোর নয় বলেই সোশ্যাল মিডিয়ায় জানাতেই শুভেচ্ছা, অভিনন্দনের বার্তায় ভেসেছেন অতনু এবং টিম ‘রবিবার’।

‘রবিবার’ ইতিহাস গড়েছে বাংলা ছবির দুনিয়ায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসানকে জুটি বানিয়ে। এক রবিবার যদি মুখোমুখি করিয়ে দেয় দুই পূর্ব পরিচিতকে? যাঁদের ঘিরে এক অতীত আছে। তেমন দুই মানুষ যদি ঘটনাচক্রে একে অন্যের সামনে এসেই পড়েন, কেমন হবে সেই সাক্ষাৎ? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই অতনুর এই ছবি।

আরও একবার সম্মানিত হয়ে কেমন লাগছে জয়ার? অভিনেত্রীর মতে, ‘‘আমি কৃতজ্ঞ পরিচালক, টিম, দর্শকের কাছে। একটি দিনের ঘটনা এই ছবির পটভূমিকায়। যদিও সম্মানের নেপথ্যে আমার একার কৃতিত্ব নেই। পরিচালক এ রকম একটি চরিত্র সৃষ্টি না করলে, আমাকে নিংড়ে না নিলে একের পর এক সম্মান পেল না ‘রবিবার’।’’

আরও পড়ুন: গতকাল রাত্রে ডিনার করেছ? এবার একজন কৃষককে গিয়ে ধন্যবাদ জানাও: সৌরভ

জয়া এও জানিয়েছেন, অতনুর এই ছবি মনোরঞ্জনের নয়, গভীর ভাবে ভাবায়। আন্তর্জাতিক মানের এই ছবি তাই বিশ্বের দরবারে এত প্রশংসিত। প্রসঙ্গত, চলতি বছরের মার্চে ক্রিটিক চয়েজ ফিল্ম অ্যাওয়ার্ড ২০২০ সেরা কাহিনি এবং সেরা পরিচালনার পুরস্কার দিয়েছে ‘রবিবার’কে। ক্রিটিক চয়েজ ফিল্ম অ্যাওয়ার্ডস প্রতিবছর দেওয়া হয় সিনে সমালোচক গিল্ড থেকে। আয়োজকদের মধ্যে রয়েছেন ভারতের প্রথম সারির সংবাদপত্র, বেতার, বৈদ্যুতিন এবং ওয়েবসাইটের সমালোচকেরা।

আরও পড়ুন: কৃষকরা আমাদের অন্নদাতা, ওঁদের পাশে সে ভাবে দাঁড়াচ্ছি কই: সায়নী

Jaya Ahsan Atanu Ghosh Robibar Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy