Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Entertainment News

প্রযোজনাতেও সাফল্য জয়ার, ‘দেবী’ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে কি?

বাংলাদেশ থেকে ফোনে জয়া বললেন, ‘‘প্রথম চারদিনেই আমরা লাভের মুখ দেখেছি। এ কথা ডিস্ট্রিবিউর আমাদের বলেছেন। ছবির গ্রোথ খুবই ভাল। সবচেয়ে ভাল ব্যাপার মাল্টিপ্লেক্স তো বটেই, সিঙ্গল স্ক্রিনেও ভাল হচ্ছে। ভাল ছবি যে দর্শক দেখবেন,‘দেবী’ তা দেখিয়ে দিল।’’

‘দেবী’র দৃশ্যে জয়া আহসান।

‘দেবী’র দৃশ্যে জয়া আহসান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১৪:২২
Share: Save:

অভিনয় নিয়ে প্রশংসা তিনি আগেও পেয়েছেন। এ বার প্রযোজনাতেও এল সাফল্য। তিনি জয়া আহসান

গত ১৯ অক্টোবর জয়ার প্রযোজনা সংস্থা ‘C তে সিনেমা’-র প্রথম প্রয়াস ‘দেবী’ মুক্তি পেয়েছে বাংলাদেশে। আর প্রথম চার দিনের মধ্যেই বক্স অফিসে সাফল্য এসেছে বলে দাবি করলেন প্রযোজক তথা এ ছবির প্রধান অভিনেত্রী জয়া।

বাংলাদেশ থেকে ফোনে জয়া বললেন, ‘‘প্রথম চারদিনেই আমরা লাভের মুখ দেখেছি। এ কথা ডিস্ট্রিবিউর আমাদের বলেছেন। ছবির গ্রোথ খুবই ভাল। সবচেয়ে ভাল ব্যাপার মাল্টিপ্লেক্স তো বটেই, সিঙ্গল স্ক্রিনেও ভাল হচ্ছে। ভাল ছবি যে দর্শক দেখবেন,‘দেবী’ তা দেখিয়ে দিল।’’

আরও পড়ুন, দেবী-র মিসির আলি চ্যালেঞ্জিং চরিত্র, বললেন চঞ্চল

এই প্রথম হুমায়ুন আহমেদের ‘দেবী’ গল্পটি নিয়ে বড় পর্দায় সিনেমা তৈরি হল। অনম বিশ্বাসের পরিচালনায় এ ছবিতে মিসির আলির ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। রানুর চরিত্রে নিজেই অভিনয় করেছেন জয়া। শুধু বাণিজ্যিক সাফল্যই নয়। দর্শক অভিনয়ের প্রশংসা করছেন বলে জানালেন জয়া। তাঁর কথায়, ‘‘সকলে বলছেন পর্দায় রানুকেই দেখতে পাচ্ছি, মিসির আলিকেই দেখতে পাচ্ছি...। বাকিটা তো আপনারা বলবেন।’’

আরও পড়ুন, বিসর্জনে রাজ-শুভশ্রীর নাচ, দেখুন ভাইরাল ভিডিয়ো

ঠিকই, বাকিটা বলার জন্য অপেক্ষা করছেন পশ্চিমবঙ্গের দর্শক। এ দেশের মানুষও ছবিটা দেখতে চান। সেটা কি সম্ভব? প্রযোজক জয়ার উত্তর, “আমি ঠিক প্রসেসে কাজ করতে চাই। কোনও চাতুরির সুযোগ নিতে চাই না। আমি যেহেতু প্রোডিউসার তাই বাংলাদেশে একটু গুছিয়ে তার পর ওখানে নিয়ে যেতে হবে। আমার ছবির সাউন্ড ডিজাইনার, মিউজিক, পোস্ট প্রোডাকশনের অনেক কাজ কলকাতাতে হয়েছে। সেই অর্থে পশ্চিমবঙ্গের দর্শকদেরও এই ছবি। বাংলাদেশ আমার অর্ধেক হলে, পশ্চিমবাংলা আরও অর্ধেক।অভূতপূর্ব সাড়া পেয়েছি কলকাতা, পশ্চিমবঙ্গে। অবশ্যই ওখানকার দর্শককে দেখাতে চাই। তবে কবে এখনই বলতে পারছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE