Advertisement
E-Paper

মুজফ্ফরনগরের দাঙ্গা নিয়ে রাজনীতিতে জিমি শেরগিল

জিমি শেরগিলের নাম এ বার জড়াল ২০১৩ সালের মুজফ্ফরনগরের কুখ্যাত দাঙ্গার সঙ্গে! দাঙ্গা আর নায়কের সম্পর্ক নিয়ে ঠিক কী খবর ফাঁস হল? আসলে মুজফ্ফরনগরের দাঙ্গা এ বার ইতিহাসের পাতা থেকে উঠে আসছে সেলুলয়েডে। দাঙ্গাকে প্রেক্ষাপটে রেখে উত্তরপ্রদেশে নারী-নির্যাতন নিয়ে ছবিটির পরিচালক নবাগত প্রণব সিংহ। ছবির নাম ‘জয়নাব’। পরিচালনার পাশাপাশি ছবিটির প্রযোজনার দিকটাও সামলাচ্ছেন প্রণব।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মে ২০১৫ ০০:০৩

জিমি শেরগিলের নাম এ বার জড়াল ২০১৩ সালের মুজফ্ফরনগরের কুখ্যাত দাঙ্গার সঙ্গে! দাঙ্গা আর নায়কের সম্পর্ক নিয়ে ঠিক কী খবর ফাঁস হল?
আসলে মুজফ্ফরনগরের দাঙ্গা এ বার ইতিহাসের পাতা থেকে উঠে আসছে সেলুলয়েডে। দাঙ্গাকে প্রেক্ষাপটে রেখে উত্তরপ্রদেশে নারী-নির্যাতন নিয়ে ছবিটির পরিচালক নবাগত প্রণব সিংহ। ছবির নাম ‘জয়নাব’। পরিচালনার পাশাপাশি ছবিটির প্রযোজনার দিকটাও সামলাচ্ছেন প্রণব। আর সেই ছবিতেই এক বেপরোয়া, আদর্শবাদী রাজনীতিকের চরিত্রে দেখা যাবেন জিমি শেরগিলকে। এ ভাবেই নায়ক ধীরে ধীরে জড়িয়ে গিয়েছেন দাঙ্গার রাজনীতিতে।

“এত দিন ধরে যে সব চরিত্রে অভিনয় করে এসেছি, তার থেকে এটা একেবারে আলাদা। আগে কখনও কোনও রাজনীতিকের চরিত্রে অভিনয় করিনি। তাই কাজটা নিয়ে রীতিমতো উত্তেজিত হয়ে আছি! অভিনয়ের আগে অনেক কিছু রপ্ত করে নিতে হবে যে! একজন রাজনীতিক কী ভাবে কথা বলেন, সেটা শিখতে হবে। শিখতে হবে কী ভাবে তিনি আম-আদমির সঙ্গে মেলামেশা করেন”, বলছেন জিমি শেরগিল।

তবে অভিনয়ের দিক থেকে হলেও রাজনীতির সঙ্গে নায়কের সম্পর্কটা নতুন কিছু নয়। পঞ্জাবের সন্ত্রাসবাদ নিয়ে গুলজারের ‘মাচিস’ ছবিতে প্রথমবার দেখা গিয়েছিল তাঁকে। এক মুখ দাড়িগোঁফ, মাথায় কোনও রকমে জড়ানো পাগড়ি, কাফতানের উপর শীতবস্ত্রের প্রলেপ— ‘জিমি’ চরিত্রে অভিনয় করেছিলেন নায়ক। সেই ছবির পরতে পরতেও তো জড়িয়ে ছিল রাজনীতি-ই! তার পরে অবশ্য সেলুলয়েডে বার বার ভোল বদলেছেন তিনি। ‘মহব্বতেঁ’, ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’, ‘ইঁহা’, ‘বস এক পল’, ‘আ ওয়েডনেসডে’, ‘তনু ওয়েডস মনু’, ও ‘মুন্না ভাই’-এর দু‘টি চরিত্রে তাঁর অভিনয় সমগ্র দেশের মন জয় করেছে। এ বার পালা এক তরুণ রাজনীতিকের— এই যা!

জিমির সঙ্গে ‘জয়নাব’ ছবিতে অনেক দিন পরে দেখা যাবে সঞ্জয় সুরি আর আশুতোষ রাণার মতো বলিষ্ঠ অভিনেতাদের। আর রয়েছেন তুরস্কের সুন্দরী অভিনেত্রী সুহা গেজেন্তো।

তবে ‘জয়নাব’ ছবির সঙ্গে স্ক্রিপ্ট ছাড়াও জড়িয়ে রয়েছেন এক সত্যিকারের রাজনীতিক। তিনি কংগ্রেসের বিখ্যাত বর্ষীয়ান নেতা কপিল সিব্বল। কপিল এই ছবির গান লেখার জন্য কলম ধরেছেন। সব মিলিয়ে ছবির জন্য ছ’টি গান লিখেছেন তিনি। এমনকী, একটা আইটেম গানও জন্ম নিয়েছে রাজনীতিকের কলম থেকে।

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ‘জয়নাব’ ছবির পোস্টার। আশা করা যাচ্ছে, বাদ বাকি কাজ মিটিয়ে চলতি বছরের মধ্যেই মুক্তি পাবে ছবিটি। তবে ‘জয়নাব’ মুক্তি পাওয়ার আগেই ভক্তরা নায়ককে আরও একবার দেখতে পাবে ‘রাজা অবস্তি’ রূপে ‘তনু ওয়েডস মনু ২’-তে। আনন্দ এল রাই-এর এই ছবি মুক্তি পাবে এই মাসের ২২ তারিখ।

Jimmy Sheirgill Sanjay Suri Ashutosh Rana Maachis Tanu Weds Manu Zainab Muzaffarnagar riots
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy