সারা এবং জারা। ছবি: টুইটারের সৌজন্যে।
‘উমা’ আসছে। তার অকালবোধনের খবর আগেই দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এ ছবিতে ডেবিউ করছে যিশু এবং নীলাঞ্জনা সেনগুপ্তের মেয়ে সারা সেনগুপ্ত।
এই সব তথ্যই ঠিক। এতদিন এটাই জানতেন দর্শক। তবে আরও একটা তথ্য জানা বাকি ছিল। যা জানা গেল শুক্রবার ‘উমা’র প্রথম গান ‘হারিয়ে যাওয়ার গান’ রিলিজের পর।
সেই বিশেষ তথ্যটি কি জানেন? শুধু সারা নয়, এ ছবিতে ডেবিউ হল এই তারকা দম্পতির ছোট মেয়ে জারারও।
আরও পড়ুন, ‘হারিয়ে যাওয়ার গান’ নিয়ে এল ‘উমা’
যিশুর কথায়, ‘‘এই ছবিতে জারাও রয়েছে। সারার ছোট বয়সের অভিনয় ও করেছে। দু’তিনটে সিনে রয়েছে ও। আজ গানটা রিলিজের পর ওকে দেখা যাচ্ছে।’’
‘হারিয়ে যাওয়ার গান’ ইতিমধ্যেই পছন্দ করছেন সোশ্যাল অডিয়েন্সের একটা বড় অংশ। ছোট্ট উমা অর্থাত্ রয়েছে গান জুড়ে। সঙ্গে তাঁর বাবা-মা হিমাদ্রি এবং মেনকা। এই দুই চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও রয়েছেন শ্রাবন্তী।
আরও পড়ুন, অকালে ঘনিয়ে আসছে মরণ, অকালেই তাই ‘উমা’র বোধন
এ ছবির গানঘরের দায়িত্ব সামলেছেন অনুপম রায়। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এর আগেও কাজ করেছেন তিনি। অনুপমের কথায়, ‘‘উমা আমাদের সকলের কাছেই খুব প্যাশনেট একটা প্রজেক্ট। অনেক রকম ইমোশন জড়িয়ে আছে। উমার জার্নি ধরার চেষ্টা করেছি গানে। ছবিটা আমার কাছের। তবে গানগুলো আরও কাছের।’’
And here's the surprise of #HariyeJawarGaan...
— Jisshu U Sengupta (@Jisshusengupta) May 4, 2018
My younger princess @Zarasengupta plays little Uma. pic.twitter.com/kAGQczihhU
সৃজিত বললেন, ‘‘অনুপম খুব ভাল কাজ করেছে। ‘হারিয়ে যাওয়ার গান’ এই ছবির প্রথম রিলিজ হওয়া গান। দর্শকদের উমার জার্নিটা বুঝতে সাহায্য করবে।’’ আগামী ১ জুন মুক্তি পাবে এই ছবি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy